আমাদের কথা খুঁজে নিন

   

কারণ উদঘাটিত হল ওয়াকারের মৃত্যুর

ওয়াকারের অভিনীত সিনেমার বাস্তব রূপই যেন তার মৃত্যু রহস্য। 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' খ্যাত অভিনেতা পল ওয়াকারের মৃত্যুর কারণ গাড়ির শতমাইল বেগ। ঘণ্টায় একশ মাইলের বেশি বেগে চলা গাড়িটি রাস্তার পাশে ল্যাম্প পোস্টের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খেলে তাতে আগুন ধরে যায়। আর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় এবং ধাক্কার তীব্রতায় গুরুতর আহত হওয়ার কারণেই মৃত্যু হয়।

গতকাল শুক্রবার প্রকাশিত গার্ডিয়ানের প্রতিবেদনে ওয়াকারের ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই বলা হয়েছে। 

ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড আঘাত ও অগ্নিদগ্ধ হয়ে ওয়াকার মারা গেছেন। আর গাড়ির চালক রোড্যাস বিভিন্ন ধরনের আঘাতজনিত কারণে প্রাণ হারিয়েছেন। তাদের কারো শরীরেরই মাদকদ্রব্য বা মদের উপস্থিতি পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের একটি রাস্তায় ওয়াকার এবং তার বন্ধু ও অর্থনৈতিক উপদেষ্টা রজার রোড্যাসের মৃতদেহ অগ্নিদগ্ধ অবস্থায় একটি পোরশে গাড়ির মধ্যে পাওয়া যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।