আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম প্রচেষ্টা

সৃষ্টিশীল কোনো কিছু লেখা সহজ না. অনেক চিন্তা ও কাজ করতে হয়. তার ওপর যদি হয় প্রথম লেখা এবং বাংলায় দুর্বল তাহলে তো কথাই নাই. নতুন ব্লগ পড়ছি আর অনেক কিছু ভাবছি. বেশ অনেকগুলো লেখা পড়লাম. প্রথমে মনে হলো ফেইসবুক এর পরবর্তী একটি জায়গা কিন্ত ক্রমেই মনে হলো এটি আমার ধারণার চেয়ে বেশি কিছু. ফেইসবুক যেখানে এখন অনেকের জন্য এখন সময় কাটানোর একটি মাধ্যম সেখানে ব্লগ সমাজের এই মানুষগুলোর সৃষ্টিশীল চাহিদার খোরাক. ( কেন যে আমি এত বোকা ) মনে হোল, অনেকে আসেন যারা বাক্তিগত রুচিশীলতার বহিপ্রকাশ বানিজ্যিকভাবে করতে চান না কিন্তু চান প্রকাশ করতে. কিছু কবিতা, ছোটগল্প, ভ্রমন অভিজ্ঞতা, পর্যটন সম্ভাবনা, নতুন প্রযুক্তিগত সম্ভাবনা এবং দেশে বাস্তবায়নের উপায় দেখলাম এই ব্লগ এ. সব মিলিয়ে এমন একটি জায়গা যেখানে শিক্ষিত মানুষই পারেন নিজের মর্যাদা (স্টেটাস) তৈরী করতে ফেইসবুক এর মত সবাই না. এর সবচেয়ে ভালো দিকটি হলো সর্বোচ মানসম্পন্ন চিন্তাশক্তির বিকাশ, যে বাপারটা আমাকে সবচেয়ে অভিভূত করেছে. বাংলাদেশ সরকার এর উচিত সামরিক বা রাষ্ট্র্রীয় গোপন কোনো কাজ এর সিধান্ত ছাড়া বাকি কাজ বাস্তবায়নের আগে ব্লগ এর শরণাপন্ন হওয়া. এতে করে ভুল সিধান্ত পোলিও রোগের মত দেশ ছাড়বে. সরকার এর জনপ্রিয়তা বাড়বে, সিধান্তজনিত কারণে হয়ত গদি বা ক্ষমতা ছাড়তে চাইলেও জনগণ তা হতে দিবে না!!! ( ভুল বলি নাই মনে হয় ). আরেক ধরনের মানুষ দেখলাম যারা এখনো আশা করেন জাতির বিবেক বলে কিছু আছে. নিজের দায়িত্বে তারা অনেক কাজ করেন. চেষ্টা করেন সমাজ থেকে নোংরামি বন্ধ করার সুত্র খুজতে এবং সবার সাথে সেটি নিয়ে আলোচনা করতে. সশ্রদ্ধ সালাম তাদের জানিয়ে বলতে চাই আপনারাই মহান. আমার স্কুল ও কলেজ জীবনে যখন দেশকে নিয়ে সারারাত ভাবতাম এবং কত যে ফুল প্রুফ প্লান করেছি দেশের মানুষের উন্নতি করার, ভাবলে এখন মনে হয় কেন যে ব্লগ ছিল না? অন্তত প্রমান রাখতে পারতাম এক সময় দেশকে ভালোবেসেছি . এখন দেশের ভাইদের কাছে ( সরকারী অফিস, কোর্ট, শিক্ষা ব্যবস্থা, প্রতিবেশী, বন্ধু ) সবার কাছে প্রতারিত হয়ে প্রবাসী হয়েছি, হারিয়ে ফেলেছি সব বিশ্বাস, ঘৃনা করি নিজ দেশের মানুষদের (সত্যি বলতে ঘৃনা করতে ভালোবাসি এখন). কিন্তু পারি নাই ভুলতে দেশের প্রাকতিক সোন্দর্য, অল্প কিচ্ছু ভালো মানুষের সঙ্গ . অনেক দিন ভেবেছিলাম দেশের জন্য উপকার করলাম ( একজন বেকার কমে গেল , বৈদেশিক মুদ্রা সরবরাহ বাড়লো, খাদ্যের এর ওপর চাপ কমলো, সরকারের দায়িত্ব কমে গেল, হয়ত একজন ঘুষখোর জন্মের আগেই মারা গেল, জনসংখা হ্রাস করলাম, মল - মুত্র আরো কত কি!!! ) নোবেল প্রাইজ বা একুশে পদক পেতেই পারি এই অবদানের জন্য!!! আমার যদি এই আশা, তাহলে আপনারা যারা এখনো কাজ করেন ভালো পরিবর্তনের জন্য, তাদের কে কোন পদক এ সন্মান জানাবো ? এখন যখন কেমব্রিজ ইউনিভার্সিটি এর ইকোনমিক্স প্রফেসর এর ক্লাস করি, অসায়ন্মেন্ট করি, সারা দুনিয়ায় বাংলাদেশ এর মত সম্ভাবনা আছে এমন দেশ খুজেও পাই না. আমরা কি? আমাদের কি আছে তা আমরা খুঁজে পাই না, খুঁজে পায় ইউরোপ, আমেরিকার মানুষ. শুধু নিজেদের স্বভাবের দোষে আমরা যে কত পিছিয়ে আছি তা আমাদের কল্পনার বাহিরে. এই ব্লগ ব্যাপারটার সবচেয়ে মজার দিকটি হলো সমাজের সচেতন শিক্ষিত মানুষগুলো তাদের বাজে অভিজ্ঞতার জন্য সৃষ্ট মনের কষ্টগুলো একটি নিরাপদ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন যা খুবই ভদ্রোচিত , অনেকটা পাকিস্তান ও ভারত ক্রিকেট খেলার মত. দুই দেশের নাগরিক তাদের সব জমানো কষ্ট ও আবেগ দেশপ্রেমের মধ্য দিয়ে প্রকাশ করেন খেলার সময়. এতে কোনো ক্ষতি হয় না কিন্তু উত্তেজনা প্রশমন হয়.............. আমাদের ব্লগ ই ভরসা . কিছু যুক্তিপূর্ণ ও উপযুক্ত মতামত আশা করছি আরো ভালো কিছু কাজ করার জন্য. বানান ভুল এর জন্য ক্ষমা চাই .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।