আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লায় ব্যালট বাক্স ভাঙচুর, ৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

কুমিল্লায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে আজ রবিবার সকাল ৮টা থেকে চলেছে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ছে কেন্দ্রগুলোতো।

এ ব্যাপারে কেন্দ্রগুলোতে দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা জানান, ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে। বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটরদের উপস্থিতি কিছুটা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, জেলার দেবিদ্বার উপজেলায় রাজামেহের উত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু'টি  ব্যালট বাক্স ভাঙচুর করা হয়। ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় জেলার মনোহরগঞ্জের বিনয়ঘর, মুরাদনগরের পিপুরিয়া কান্দি এবং মটকির চর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.