আমাদের কথা খুঁজে নিন

   

মুন্সীগঞ্জে পৃথক দুইটি আসনে নিজেদের গুটিয়ে নিলেন দুই প্রার্থী

মুন্সীগঞ্জ ২ আসনের আওয়মী লীগের বিদ্রোহী প্রার্থী মাহাবুব উদ্দিন আহমেদ  নিবার্চন থেকে নিজেকে গুটিয়ে নেয়ার ঘোষনা দিয়েছেন।

তিনি আজ দুপুর ২ টায় বেশ কয়েকটি  নির্বাচনী কেন্দ্র পরিদর্শন শেষে টঙ্গিবাড়ীর নিজ নির্বাচনী কার্যালয়ে স্থানীয় সংবাদিকদের কাজে এ ঘোষনা দেন।

অন্য দিকে মুন্সীগঞ্জ-১ আসনের জাসদ প্রার্থী একই দিন সকাল ১১টার দিকে এ কে এম নাসিরুজ্জামান খান নিজেকে গুটিয়ে নেয়ার ঘোষনা দিয়েছেন।

এ ঘোষনায় মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলির বিজয়ের পথ উন্মোচিত হলো। ওই আসনে অপর প্রার্থী খেলাফতে মজলিসের প্রার্থী আব্দুল ওয়াদুদ শেষ পর্যন্ত নির্বাচনে টিকে থাকলেও এলাকায় তার তেমন কোন গ্রহনযোগ্যতা বা পরিচিতি নাই বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ-১ ও মুন্সীগঞ্জ-২ আসনে ব্যাপক উত্সাহ আর উদ্দিপনার সাতে ভোট গ্রহন শুরু হয় যা বিকেল ৪ টা পর্যন্ত অব্যাহত থাকে। অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলি তার নিজ কেন্দ্র লৌহজং এলাকার সামুরবাড়ি ফুলঝুড়ি কিন্ডারগার্টেন স্কুলে সকাল ৮টার দিকে ভোট প্রয়োগ করেন। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.