আমাদের কথা খুঁজে নিন

   

৭ জানুয়ারি শুরু সিইএস

৪৭তম এ প্রদর্শনীতে সর্বাধুনিক প্রযুক্তির আগামী দিনের প্রযুক্তিপণ্য দেখানো হবে। এ প্রদর্শনীতে প্রযুক্তিপণ্য নির্মাতারা সর্বাধুনিক প্রযুক্তির গাড়ি, স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, ক্যামেরা, টেলিভিশনসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের কথা রয়েছে। ৭-১৪ জানুয়ারি চলবে এ প্রদর্শনী।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক কনজিউমার ইলেক্ট্রনিক্স শো ২০১৪-এর উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের প্রদর্শনীতে রেকর্ড সংখ্যক মোটরগাড়ির প্রদর্শনী থাকবে।
এ ছাড়া ২০ হাজারেরও বেশি নতুন প্রযুক্তিপণ্য প্রদর্শনীতে থাকবে বলে জানিয়েছে বিবিসি।

প্রদর্শনীতে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য যেমন স্মার্টওয়াচ, ফিটনেস ট্র্যাকারসহ বিভিন্ন পণ্য দেখাবে নির্মাতারা। এ ছাড়া ত্রিমাত্রিক প্রিন্টার, ট্যাবলেট কম্পিউটার, বড় আকৃতির টেলিভিশনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শনীতে উন্মুক্ত করা হবে।
এতে অংশ নেবে শীর্ষস্থানীয় ৯টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। অডি, বিএমডব্লিও, ক্রাইসলার, ফোর্ড, জেনারেল মটর্স, কিয়া, মাজদা, মার্সেডিজ এবং টয়োটা প্রদর্শনী ছাড়াও কনফারেন্সে তাদের পণ্য সম্পর্কে তথ্য প্রকাশ করবে।   
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শতকরা ১৭ভাগ আমেরিকান ব্যাক্তিগত গাড়ি ব্যবহার করে।

২০১৪ সাল নাগাদ তা ২০ ভাগে পৌছবে বলে জানিয়েছে।
গতবছরের মতো এবারও অটোমোবাইল সেক্টরে চালকবিহীন কম্পিউটারাইজ গাড়িতে নতুন প্রযুক্তির চমক থাকছে। চালাকবিহীন গাড়ির নিরাপত্তার ও নানামাত্রিক সুবিধাসম্পর্কে নতুন তথ্য জানাবে নির্মাতারা। এদিকে মানুষের আগ্রহ বেড়ে যাওয়ায় ২০১৩ সালের চেয়ে মেলার পরিধিও বাড়ানো হয়েছে। এবছর এক লাখ ৪০ হাজার স্কয়ার ফুট জায়গাব্যাপী আয়োজিত হবে এ মেলা।

গত বছরের চেয়ে মেলার জায়গা ২৫ভাগ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।