আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গার দু'টি আসনে নৌকা জয়ী

দশম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দু'টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার একলাখ ৪৫ হাজার ১৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি জাসদের এম সবেদ আলী পেয়েছেন ২০ হাজার ১০৮ ভোট। এ আসনে বিভিন্ন কারণে বাতিল হয়েছে ৪ হাজার ৬৮৭ ভোট।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগর টগর একলাক ১৮ হাজার ৩৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিরাজুল ইসলাম শেখ পেয়েছেন আট হাজার ৩০ ভোট। এ আসনে বাতিল হয়েছে পাঁচ হাজার ৯৯ ভোট।

চুয়াডাঙ্গা-১ আসনে ৪২ দশমিক ৪৫ শতাংশ এবং চুয়াডাঙ্গা-২ আসনে ৩৫ দশমিক ৭৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.