আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিতে:১৫ ফেব্রয়ারি, ১৯৯৬

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

স্মৃতিতে:১৫ ফেব্রয়ারি, ১৯৯৬

ঘটনা-১: ভাইগ্না, এইটার নাম আর বাপের নামটা একটু কও? একটা কাগজ এগিয়ে বললো আমার এক মামা। নাম আর বাপের নাম, ভোটার নম্বর বললাম..। মামু আমার মুখস্ত করতে লাগলো!!!!
এর পর ভোট দিতে কেন্দ্রেও ঢুকলো। একটু পর এসে কয় ভাইগ্না এইটা একট কাজ করছো, কোন গ্রামের ভোটার সেইটাই তো কও নাই....!! যাক তারপরও ভোট হইছে!!!
ঘটনা-২: আমার চাচা সম্পর্কে। আমার এক ক্লাস উপরে পড়ে।

সে গেল ভোট দিতে। একটু পর এসে কয়..স্যার বাপের নাম জিগাইছিল, কইতে পারি নাই। । । লিস্ট থেকে আরেকটা নাম নিয়ে সে বাপের নাম মুখস্ত করতে বসলো!!!!

উপরের ২ টা ঘটনাই আমার এখনও মনে আছে।

। সারা দিন আমার এই মামু আর চাচা এভাবেই ভোট দিয়েছিল। কে কয়টা দিল তার প্রতিযোগিতা শুরু হয়েছিল।
১৯৯৬ সালে আমি ক্লাস নাইনে পড়ি।
১৫ ফেব্রুয়ারি আমাদের কেন্দ্র প্রাইমারী স্কুলে প্রায় সারা দিন ছিলাম!! বলতে লজ্জা নেই, জাল বা ভুয়া ভোটে নিজেও সাহায্য করেছিলাম!!!! তবে আমি সেদিন জাল ভোট দেই নাই।

দিতে লজ্জা পাচ্ছিলাম, কারণ ভোট নিচ্ছিল, আমাদের স্কুলের শিক্ষকরা!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।