আমাদের কথা খুঁজে নিন

   

বলিউডে আমিরের ২৫ বছর

তবে তার ক্যারিয়ারের শুরুতে অনেকেই মনে করতেন, নিয়মিত কাজ না করার কারণে বলিউডে হয়তো বেশিদিন টিকে থাকতে পারবেন না তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এ বিষয়ে আমির খান বলেন, “আমি খুবই অবাক হয়েছি যে আমার বলিউডি বয়স ২৫ বছর। তবে এটি একটি খুশির বিষয়। প্রথম প্রথম আমি ক্যারিয়ার নিয়ে অতটা ভাবতাম না।

আমাকে বলা হত একজন অভিনয় শিল্পী খুব বেশি হলে ৫ বছর টিকে থাকতে পারে। এরপর তার জনপ্রিয়তা কমতে থাকে। ”
বলিউডে ‘মি. পারফেক্ট’ হিসেবে পরিচিত ওই অভিনেতা বলেন, “অনেকেই আমার কাজের ধরন নিয়ে প্রশ্ন করত। তারা মনে করত, আমি সিনেমায় এত কম কাজ করি, আমি হয়তো বেশিদিন বলিউডে টিকে থাকতে পারব না। তবে আমি কখনও কারও কথায় কান দেইনি।

আমি নিজের যা ভালো লাগে তাই করেছি। ”
নাসির হোসেইনের ১৯৭৩ সালের সিনেমা ‘ইয়াদো কি বারাত’ এবং ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাদহোশ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম কাজ করেছিলেন আমির। এরপর ১৯৮৪ সালে কেতান মেহেতার ‘হোলি’ সিনেমায় অভিনেতা হিসেবে প্রথম কাজ করলেও তেমন একটা পরিচিতি পাননি তিনি।
১৯৮৮ সালে মনসুর খান পরিচালিত ‘কায়ামত সে কায়ামত তাক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন আমির। আমির টিনসেলে ২৫ বছরের কর্মজীবনে ‘দিল’, ‘জো জিতা ওহি সিকান্দার’, ‘গাম হ্যায় রাহি পেয়ার কি’, ‘আন্দাজ আপনে আপনে’, ‘বাঙ্গিলা’, ‘গুলাম’ ‘সারফারোশ’, ‘আর্থ’, ‘লাগান’, ‘দিল চাতা হ্যায়’, ‘রাং দে বাসান্তি’, ‘ফানা’, ‘তারে জামিন পার’, ‘গাজনি’ এবং ‘থ্রি ইডিয়টস’-এর মতো সিনেমায় কাজ করেছেন।

আর এই যাত্রায় অর্জন করেছেন বলিউডের মি. পারফেক্ট হবার খেতাব।
সামাজিক সচেতনতামূলক টিভি শো ‘সত্যমেভ জয়েতু’-এর মধ্য দিয়ে টিভি পর্দায় প্রথমবার কাজ করেছিলেন তিনি। আর তার সিনেমার মতো শোটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৬ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।