আমাদের কথা খুঁজে নিন

   

১ -১ -২০১৩ , জার্নি বাই ক্যাফে দোতলা বাস( উত্তরা টু ধানমণ্ডি)

যা চাই তাই-ই পাই,তাই পাই যাহা না পাই,যা না পাই তাই-ই চাই... ১ -১ -১০১৩ উত্তরা থেকে ধানমণ্ডি যাবো । রাজলক্ষি থেকে বি আর টি সি দোতালা বাসে করে বনানী আসতেই ২ ঘণ্টা। বনানীতে আসার পর আর গাড়ি চলে না, চলে না, চলে না রে । কি আর করি মোবাইলে গান শুনলাম কতক্ষণ, রিও মুভি টা দেখলাম, তারপরেও জ্যাম আর জ্যাম। এর মধ্যে গাড়ি এক হাতও আগায় না।

মেজাজ চরম গরম। বাসা থেকে দুলাভাই ফোন দিসে ৮ টায়, (বাসায় ছোট আপু আর দুলাভাই আছে) উনি জিজ্ঞাস করল কই আছো? উত্তরে বল্লাম বনানী। এক ঘণ্টা পর রাত নয়টায় দুলাভাই ফোন দিসে আবার বাসা থেকে, কই আছো? উত্তরে বল্লাম বনানী। এবার রিপ্লে আসল, কস্কি মমিন । খাওন লইয়া আমু? আমি কইলাম দুলাভাই এমনেই মেজাজ আগুনে রূপ নিসে, এর মধ্যে কেরসিন দিয়েন না।

আর খাওনের চিন্তা কইরেন না, আলুর চিপস ৪ প্যাকেট, পপকর্ণ ২ প্যাকেট, চানাচুর বানানো অলরেডি পেটে চালান দিছি, এখন বাদাম খাই আর আপনার সাথে কথা কই। দেখি এর মধ্যে আরও খাওনের দোকান নিয়া হকাররা বাসে হাজির হবে তখন আরও খাইয়া নিমু। খাওন নিয়া নো টেনশন। আম্মা কে বইল্লেন আমি কখন বাসায় পোঁছাবো আমি কেন বাসের ড্রাইভারও জানে না তার বাস কখন সে পুনরায় স্টার্ট দিবে ? সে বাসের স্টার্ট বন্দ করে অন্য বাস ওয়ালার সাথে বিড়ি খাওয়া নিয়ে পাল্লা লাগছে। মোবাইলে কথা শেষ করে চারদিকে তাকাইলাম, ও মর আল্লাহ্‌ দোতলা বাস তো না যেন কোন দোতলা ক্যাফে।

মানুষ যেটাই হকার আন্তাসে ওইটাই নিয়া খাইতাছে। হকাররাও একটার পর একটা নিয়া উঠতে দেরি শেষ হইতে দেরি নাই। যাক শেষে রাত ১০টা ৩০ মিনিটে বাসায় আসি। আর শেষ হল আমার ৪ ঘণ্টারজার্নি বাই ক্যাফে দোতলা বাস( উত্তারা টু ধানমণ্ডি) (ভাই, কেউ কি বলতে পারবেন কি হইছিল সেদিন আমার প্রিয় ডাহা-শহরে? কেন এত জ্যাম লাগছিল? ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।