আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫

লক্ষ্মীপুর-৪ রামগতি ও কমলনগর আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুন ও পরাজিত প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।গতকাল রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আজাদ উদ্দিন চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে বিজয়ী মো. আবদুল্লাহ আল মামুন সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় কয়েকটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়। সোমবার বিকেলে নিজ বাসভবনে নবনির্বাচিত সাংসদ মো. আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে পরাজিত হয়ে রোববার রাতে আজাদ উদ্দিন চৌধুরীর লোকজন রামগতি বাজারে ২১টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে এসে রামগতি বাজারে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.