আমাদের কথা খুঁজে নিন

   

জাল ভোট নিয়ে হাসিনা+ইনুর এক্সক্লুসিভ সংলাপ ফাঁস!



"জাল ভোটের ছবি দিছে তো............
আমি বলছি এটা এভয়েড করে যাওয়া জাস্ট...............
রাইগেন না হা হা হা...................
জাসদের মুখ দিয়া এখন গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে..............
এগুলো সব অন এয়ারে আছে................"

(সংবাদ সম্মেলনের একটু আগে মাইকের সমস্যার কারণে দেরীর ফাঁকে ইনু ও শেখ হাসিনার মধ্যকার গোপন আলাপ)

ইনুঃ আপনার সাথে একটু অন্য ব্যাপারে আলাপ করি, সবাই যাতে মনে করে জরুরী রাষ্ট্রীয় কাজ করছি।

শেখ হাসিনাঃ সব রেকর্ড হয়ে যাচ্ছে, (অস্পষ্ট কিছু কথা) আপনার সিক্রেট কথা।

ইনুঃ আপনার একটা পয়েন্ট নিয়ে আমি একটু ফেস করছিলাম। ওই জাল ভোটের ছবি দিছে তো, আমি উত্তর দিছি, জাল ভোটই যদি করতে হতো তাহলে টার্ন আউট আপনারা পড়েছে বলছেন দশ পার্সেন্ট ভোট। সরকারের তো বহুত ক্ষমতা আছে, ফেক ভোট হলে তো সেভেন্টি পার্সেন্ট দেখাতাম।

তাহলে কোনটা কারেক্ট? টার্ন আউট লো নাকি ফেক ভোটিং? তাহলে এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা, সব ভোটেই হয়, ক্ল্যাশ হয়, ভোট ছিনতাই হয়, ব্যালট পেপার কুড়িয়ে পাওয়া যায়, এইটা সেই ঘটনা, এটার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। এবং নরমাল ইলেকশনেও আমাদের কিছু সেন্টার বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, মানে আমি বলছি এটা এভয়েড করে যাওয়া আর কি জাস্ট। এই কোয়েশ্চেনটা যদি চলে আসে আর কি। আর এটা চমৎকার বিষয় ছিল, আঠারো হাজার ভোট সেন্টার ছিল আমাদের, এইটিন থাউজেন্ট সেন্টার। সেখানে ইন্সপাইট সহিংসতা, মানে সহিংসতার পরেও, প্রতিরোধের ঘোষণার পরেও, আঠারো হাজার জায়গায় ভোট হয়ে গেছে, এটি সফলতা, গণতন্ত্রের সফলতা, এবং সংবিধানের সফলতা, ওরা সংবিধানের বাইরে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল, আল্লাহ বাছাইছে, জনগণের সাপোর্ট আমরা সংবিধানের ভিতর রেখেছি।



শেখ হাসিনাঃ আজকে জাসদের মুখ দিয়ে গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে?

হা হা হা হা (সমস্বরে হাসি)
জাসদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে।

ইনুঃ (সামনের মাইক্রোফোনগুলোর দিকে ইঙ্গিত করে) এইগুলো সব অন এয়ারে আছে।

শেখ হাসিনাঃ জানি তো সব। তাইতো সব বলে দিলাম।

ফেসবুক লিন্ক : Click This Link

Youtube লিন্ক : http://youtu.be/ybBtcMCmbMQ


 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।