আমাদের কথা খুঁজে নিন

   

দশম সংসদ নির্বাচন: মন্দের ভাল বলে আর কিছু থাকল না। তোমরা এখন মন্দের মন্দ। তোমাদের গায়ে এখন,পাতানো ভোটখেলার গন্ধ.....তবে শুধু মাত্র সেনাবাহিনী কে অভিনন্দন জানাতে এ দুটি লাইন লিখছি..

আমার আমি ....

.

প্রার্থী শূন্য, ভোটার শূন্য ৫জানুয়ারীর প্রহসনের নির্বাচন দেখলাম...অন্যদলের কথা বাদ দিলাম,সেখানে খোদ আওয়ামীলীগের নেতা-কর্মী-সমর্থকরাই ভোট দিতে যায়নি! অনেক কিছু লেখা যায় নির্বাচন নিয়ে কিন্তু লিখলাম না। শুধু মাত্র সেনাবাহিনী কে অভিনন্দন জানাতে এ এক লাইন লিখছি .. তা হলো এই নির্বাচনে সত্যিই জনগনের মুখোমুখি দাঁড়ায়নি দেশ-মাতৃকার সেবায় নিয়োজিত জাতির শেষ ভরসা সেনাবাহিনী । তারা কোন ধরনের বাড়াবাড়ি, মার-ধর, আটক,গ্রেফতার, হয়রানি,জুলুম.. এমন কি কারো সাথে উচ্চ স্বরে কথাও বলেনি। শুধু সরকারের একটি প্রতিষ্ঠান হিসাবে ভোটের দায়িত্ব পালন করেছেন..যতটুকু না করলে নয় সেইটুকুই....তাই অভিনন্দন তাদের । একদলীয় একতরফা নির্বাচন দেশবাসি চাই না.. সেকথা সেনাবাহিনীও জানে....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।