আমাদের কথা খুঁজে নিন

   

০১ -অ্যাডওয়ার্ড স্নোডেন

অ্যাডওয়ার্ড স্নোডেন। ২০১৩ সালের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। সারা বিশ্বেই সমান গুরুত্ব নিয়ে তিনি শিরোনাম হয়েছেন। সব আন্তর্জাতিক মিডিয়ায় তিনি ছিলেন সবচেয়ে উল্লেখযোগ্য। অ্যাডওয়ার্ড স্নোডেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক সদস্য।

গত বছরই দেশটির ইন্টারনেট নজরদারি কর্মসূচির তথ্য ফাঁস করে দিয়ে বৈশ্বিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। ২০১৩ সালজুড়ে এই স্নোডেন ঝড় বয়ে গেছে। স্নোডেন ফাঁস করে দিয়েছেন প্রিজম কর্মসূচির আওতায় ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইয়াহু, ইউটিউব এবং অ্যাপলসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট প্রতিষ্ঠানকে না জানিয়েই তাদের সার্ভারে সরাসরি প্রবেশ করে তথ্য সংগ্রহ করে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসআই) ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। স্নোডেনের তথ্য ফাঁসের ঘটনায় নড়েচড়ে বসে পুরো বিশ্ব। সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা শুরু হয়।

এ ধরনের প্রশ্নবিদ্ধ কাজের জন্য আমেরিকার গোয়েন্দা বাহিনীকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড়াতে হয় বিশ্ববাসীর সামনে। অপ্রস্তুত অবস্থায় বেশ কোণঠাসা হয়ে পড়ে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তারা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। অন্যদিকে স্নোডেনকে নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু তার এই সাহসী ভূমিকার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে তার জনপ্রিয়তাও বৃদ্ধি পায় রাতারাতি।

তাকে বলা হয়েছে একজন বীর, গোপন তথ্য ফাঁসকারী, ভিন্ন মতাবলম্বনকারী, বিশ্বাসঘাতক এবং দেশপ্রেমিক। এরকমই নানান বিশেষণে তাকে সম্বোধন করা হয়েছে। স্নোডেন তার কার্যকলাপ সম্বন্ধে বলেছেন, যে তিনি যা করেছেন তা হলো, জনগণের বিরুদ্ধে এবং তাদের নামে গোপনে যে সব করা হচ্ছে তা জনসাধারণকে অবহিত করা। অনেক মার্কিন কর্মকর্তা স্নোডেনের কার্যকলাপকে যুক্তরাষ্ট্রের জন্য ব্যাপক ক্ষতি হিসেবে অভিহিত করেছে। অবশ্য অনেকে তার এ সব কার্যকলাপকে সাধুবাদ জানিয়েছেন।

একই সঙ্গে জনসাধারণের ওপর নজরদারি, সরকারি গোপনীয়তা এবং জাতীয় নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তার ওপর বিতর্কের সৃষ্টি হয় বিশ্বজুড়ে। আর এ সবই স্নোডেনকে ২০১৩ সালের সবচেয়ে আলোচিত ব্যক্তি হিসেবে তুলে ধরেছে আন্তর্জাতিক মহলে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।