আমাদের কথা খুঁজে নিন

   

০৪ -বারাক ওবামা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট তিনি। বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবিরোধী অভিযান এবং নিজ দেশের বিভিন্ন ইস্যুতে আলোচিত ছিলেন বারাক হোসেন ওবামা। ২০১৩ সালে তাকে তার শাসন নীতি নিয়েও সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে। সন্ত্রাস দমনের জন্য বিশ্বের অন্য দেশগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বেশ চাপে থাকতে হয়েছে তাকে। দেশের ভেতরের বিভিন্ন সমস্যাগুলোকে শক্ত হাতে মোকাবিলা করতে গিয়েও একই সঙ্গে আলোচিত ও সমালোচিত হতে হয়েছে তাকে।

বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। ওবামা ২০০৮ সালে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন এবং ২০০৯ সালে শপথ গ্রহণ করেন। বাল্যকালের স্বপ্নই ছিল প্রেসিডেন্ট হওয়া। ওবামার শৈশবের অনেকটা সময় কেটেছে ইন্দোনেশিয়ায়। ১০ বছর বয়সে তিনি হাওয়াইয়ে নানা-নানীর কাছে চলে আসেন।

পরবর্তীতে ওবামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন। বারাক ওবামা ২০০৮ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন। এরপর জাতীয় নির্বাচনে জয়ী হন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি ২০১২ সালে দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। আলোচিত এই ব্যক্তি ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।