আমাদের কথা খুঁজে নিন

   

০৫ -ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিন রাশিয়ার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০১৩ সালে রাশিয়ার বিভিন্ন পদক্ষেপে বিশ্বের রাজনৈতিক মেরুকরণে পুতিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার নীতিগত অবস্থান বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় মেয়াদে ৭ মে, ২০১২ তারিখ থেকে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন।

এর আগে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতি এবং ১৯৯৯ থেকে ২০০০ ও ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। তার সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে।

এ ছাড়াও, তিনি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন চেচনিয়ায় দ্বিতীয় চেচেন যুদ্ধের মাধ্যমে অঙ্গরাজ্যগুলোর অখণ্ডতা বজায় রাখতে সক্ষম হন। পুতিনের রাষ্ট্রপতি থাকাকালীন রাশিয়ায় অর্থনৈতিক ভিত নয় বছরের মধ্যে জিডিপি ৭২% বৃদ্ধি পায়। দারিদ্র্য কমপক্ষে ৫০% কমে যায়।

গড় মাসিক বেতন ৮০ থেকে ৬৪০ মার্কিন ডলার বৃদ্ধি পায়। বৃহৎ জ্বালানি প্রকল্প হিসেবে রাশিয়ার আণবিক শক্তিতে নবজাগরণের সৃষ্টি হয়।

অনেকগুলো বৃহৎ রপ্তানি সহায়ক পাইপলাইনের মাধ্যমে পরিবহন ব্যবস্থার অবকাঠামো নির্মাণেরও সূচনা হয়। তন্মধ্যে রয়েছে ইস্টার্ন সাইবেরিয়া-প্যাসিফিক ওশান অয়েল পাইপলাইন বা এসপো এবং নর্ড স্ট্রিম প্রকল্প অন্যতম।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।