আমাদের কথা খুঁজে নিন

   

এটা কেমন দেশ কিছু হলেই কিছু স্বার্থ অন্বেষী লোক জন যার মধ্যে বিভিন্ন দলের লোকজন দেখা যায় যারা সংখ্যালঘুদের ঘর বাড়ীতে হামলা করে প্রকৃত পরিস্থিত অন্য কোন দিকে আড়াল করতে চায়।

দেশের জন্য উজাড় করা ভালবাসা

এটা কেমন দেশ কিছু হলেই কিছু স্বার্থ অন্বেষী লোক জন যার মধ্যে বিভিন্ন দলের লোকজন দেখা যায় যারা সংখ্যালঘুদের ঘর বাড়ীতে হামলা করে প্রকৃত পরিস্থিত অন্য কোন দিকে আড়াল করতে চায়।

সংখ্যালঘুদের উপর রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল হামলার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি যারা করেন তাদের ধিক্কার জানাই। মনে করিয়ে দিতে চাই, সংখ্যালঘুরা আমাদের বৈচিত্রময় সংস্কৃতির অংশ এবং আমাদের জন্য গৌরবের। এই দেশের অগ্রগতি ও উন্নয়নে তাদের গৌরব্দীপ্ত ভুমিকা অস্বীকার করার উপায় নেই।



সংখ্যালঘুদের ঘর বাড়ী, সম্পদের উপর যে বা যারা হামলা করল তারা যে কুলাঙ্গার এতে কোন সন্দেহ নেই। এই বিষয়ে পূর্বে লিখার কিছু অংশ আবার পোস্ট করলাম। এই দেশের কত শতাংশ মানুষ পড়াশুনা করেও সভ্য হতে পারেনি তা তাদের হীন কর্ম আর কুরুচিপূর্ণ মিথ্যা প্রচারে বুঝা যায়। যুক্তি মানি তবে তালগাছটা আমার। যুক্তির সমাজ প্রতিস্টায় উদাসীন জাতি খুব তাড়াতাড়ি হিংস্র হয়ে উঠে যার নজির ইতিমধ্যে জাতি প্রত্যক্ষ্য করেছে।

এই আক্রমনে সংখ্যাগুরু হতে সংখ্যালঘু কেউ বাদ যায় নি।

কেউ ধর্মীয় উপাসনালয়ে হামলার নিন্দা করছে কিন্তু মানব হত্যার নিন্দা নাই, আবার কেউ মানব হত্যার নিন্দা করছে কিন্তু ধর্মীয় উপাসনালয়ে হামলার নিন্দা নাই। তার চেয়ে জঘন্য হয়ে দেখা দিয়েছে যারা আক্রান্ত তারা আগে দেখেন কে আক্রমণ করল, তারপর নিন্দা। কেন এমন হবে? এটা কেমন দেশ কিছু হলেই কিছু স্বার্থ অন্বেষী লোক জন যার মধ্যে বিভিন্ন দলের লোকজন দেখা যায় যারা সংখ্যালঘুদের ঘর বাড়ীতে হামলা করে প্রকৃত পরিস্থিত অন্য কোন দিকে আড়াল করতে চায়।

এই মুহূর্তে একটাই সমাধান, চলুন সবাই হিংসা-বিদ্বেষের পরিবর্তে ঐক্যবধ্য হওয়ার প্রচেষ্টা চালায়, ঐক্যবধ্য জাতি গঠনে সচেষ্ট হয়।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।