আমাদের কথা খুঁজে নিন

   

২৫০ জনকে আসামি করে মামলা, আটক ২

যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা মালোপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার ঘটনায় ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

অভয়নগর থানার ওসি এমদাদ হোসেন জানান, এসআই মহসিন হাওলাদার বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে মালোপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের অর্ধশত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এসময় তারা কয়েকটি বাড়িতে আগুন দেয়।পুলিশ এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করলেও আওয়ামী লীগের স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য রণজিত রায় দাবি করেছেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুইপ শেখ আব্দুল ওহাবের প্ররোচনায় এ হামলার ঘটনা ঘটে।

এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় পুলিশ উদ্দেশ্যমূলকভাবে ১৮ দলের নেতাকর্মীদের জড়িত করছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতারা।

আজ মঙ্গলবার সকালে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, চাপাতলায় সংখ্যালঘুদের ওপর হামলায় জাতীয় সংসদের হুইপ যশোর-৪ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আব্দুল ওহাবের লোকজন জড়িত বলে ওই আসনের নতুন সংসদ সদস্য রণজিত রায় অভিযোগ করেছেন। তা সত্ত্বেও ওই ঘটনায় ১৮ দলের নেতাকর্মীদের জড়িত করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।