আমাদের কথা খুঁজে নিন

   

ফের মূল্যস্ফীতি, জনগণের নাভিশ্বাস

চলমান রাজনৈতিক অস্থিরতায় ফের মূল্যস্ফীতি দেখা দিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসেব অনুযায়ী, ‘পয়েন্ট টু পয়েন্ট’ ভিত্তিতে গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫ ভাগ, যা গত বছরে একই সময়ে ছিল ৬ দশমিক ৫৫ ভাগ। একই সঙ্গে খাদ্যেও মূল্যস্ফীতি বেড়েছে অস্বাভাবিক হারে।

মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের বিবিএস অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। বিবিএস জানায়, অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা ও পরিবহন খরচ বাড়ায় খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।

সংস্থাটির মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল মূল্যস্ফীতি সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার প্রভাব সব কিছুর ওপর পড়ে। সমাজের ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ে। সে কারণে খাদ্য ও সাধারণ মূল্যসূচক বেড়েছে।

বিবিএস’র দেওয়া তথ্যানুযায়ী, ‘পয়েন্ট-টু-পয়েন্টের ভিত্তিতে নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ১৫ ভাগ।

ডিসেম্বরে তা বেড়েছে ৭ দশমিক ৩৫ ভাগ।

খাদ্যপণ্যে ‘পয়েন্ট-টু-পয়েন্টের ভিত্তিতে নভেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৫ ভাগ এবং ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ ভাগে।

চাল, ডাল, আটা, মাছ-মাংস, ফল, মসলা, ভোজ্যতেল, দুধ, অন্যান্য বিবিধ খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধির কারণে খাদ্যপণ্যে মাসওয়ারী মূল্যস্ফীতি  হয়েছে দশমিক ৪৫ ভাগ।

তবে পয়েন্ট-টু-পয়েন্টের ভিত্তিতে খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি কমেছে। নভেম্বরে যা ছিল ৫ দশমিক ০৮ ভাগ।

ডিসেম্বরে তা ৪ দশমিক ৮৮ ভাগে নেমে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।