আমাদের কথা খুঁজে নিন

   

রাজারহাটে সড়ক দূর্ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়কের মর্মান্তিক মুত্যু\ বিভিন্ন মহলের শোক




প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) থেকেঃ ৭জানুয়ারী মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাটে ট্রলির ধাক্কায় জেলা ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ট্রলির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রলিতে আগুন দিয়েছেন। ছাত্রদলের নেতার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকবাসীরা জানান, উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারুভিমশীতলা মৌলভী পাড়া গ্রামের মনসুর আলীর পুত্র ও কুড়িগ্রাম জেলা ছাত্রদলের ২নং যুগ্ন আহবায়ক খায়রুল কবীর জুয়েল(২৮) ৭জানুয়ারী সকাল ১০টায় মটরসাইকেল যোগে কুড়িগ্রাম যাওয়ার পথিমধ্যে কইকুড়িনামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ধাক্কা দেয়।

এতে সে রক্তাক্ত গুরুতর আহত হলে এলাকাবাসীরা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্ত্তি করে দেন। সেখানে তার মৃত্যু ঘটে বলে কুড়িগ্রাম সদর হাসপাতালের আরএমও ডাক্তার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দূর্ঘটনার পর পর ট্রলির ড্রাইভার হেলপার পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলির মালিকের সন্ধান মেলেনি।

এদিকে ছাত্রদলের যুগ্ন আহবায়কের মৃত্যুর খবর জেলায় ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কুড়িগ্রাম জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা বিএনপি’র সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু, যুগ্ন সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা যুবদলের আহবায়ক ও কুড়িগ্রাম পৌর মেয়র নুর ইসলাম নুরু, জেলা ছাত্রদলের আহবায়ক মোরশেদ জাহাঙ্গীর বিপ্লব ও যুগ্ন আহবায়ক লিটু, রাজারহাট উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ ওয়াহেদ রফিক, সাধারন সম্পাদক আনিছুর রহমান, সাংগাঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা যুবদলের সভাপতি রমজান আলী শিকদার, সাধারন সম্পাদক আঃ কুদ্দুস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আঃ লতিফ মির্জা, যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান টিটু, উপজেলা ছাত্রদলের সভাপতি আঃ রাজ্জাক, সাংগাঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম বাবু আশিকুর রহমান লেমন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.