আমাদের কথা খুঁজে নিন

   

১১ বছরের এক মেধাবী কিশোরীর বাঁচার আকুতি : শুনবে কি??

স্বপ্ন দেখি একদিন সুন্দর একটি কবিতা লিখব...

১১ বছরের ছোট্ট মেয়েটি। নাম শান্তামনি। হাসিমাখা মুখ, ফুটফুটে চেহারা। পড়ালেখাতেও মেধাবী। ক্লাস ফোরের ৪০ জন ছাত্র/ছাত্রীর মধ্যে ওর রোল নং তিন।

বাবা মা, স্কুলের শিক্ষক এবং এলাকার সবাই ওকে নিয়ে গর্ব করে- একদিন ও অনেক বড় হবে। শান্তামনিও মন দিয়ে পড়ে। সব সাবজেক্টেই ওর এ প্লাস। কিন্তু সেই হাসিমাখা মুখ থেকে হঠাৎ করেই হাসি উড়ে গেছে। প্রথমে মাথাব্যথা, মাথাব্যথা থেকে জ্বর।

জ্বরের ট্রিটমেন্ট করাতে গিয়ে ডাক্তার জানান, ওর শরীরে মরণব্যাধি ক্যান্সার (লিউকেমিয়া) বাসা বেঁধেছে। প্রথমে বাবা তার চিকিৎসা করালেন শেরপুর সদর হাসপাতালে। এক সপ্তাহে ৫ ব্যাগ রক্ত দিতে হলো। কিন্তু তার শরীরে রক্ত থাকছে না। প্রশ্রাব ও দাঁতের গোড়া দিয়ে বেরিয়ে যায়।

ডাক্তার বললেন দ্রুত ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে হবে। বিদেশও নিতে হতে পারে। টাকা লাগবে ৬ থেকে ৮ লাখের মতো। বাবা শাহ আলম পড়ে গেলেন চিন্তায়। তিনি সামান্য কৃষিকাজ করেন।

তার পক্ষে এত টাকা যোগানো সম্ভব নয়। সপ্তাহে এতো রক্ত যোগানোও অসম্ভব। কিন্তু একমাত্র মেয়েটা এভাবে মারা যাবে কোনো বাবা-মা’ই চান না। তারা আল্লাহর ওপর ভরসা করে চলে এলেন ঢাকায়।

১৭ ডিসেম্বর বিকেলে ভর্তি করা হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

শুরু হলো খালি পকেটে অচেনা ঢাকায় শান্তার বাবার ছুটোছুটি। পরদিনই বোন টেস্টের জন্য ভারতে পাঠানো হলো তার বোনস্ক্যান কপি। রিপোর্ট অনেক ব্যয়বহুল হলেও রেজাল্ট এলো পজিটিভ। ডাক্তার বললেন, নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে। খুব শিগগির ভালো হয়ে ওঠবে মেয়েটি।



শান্তামনি বর্তমানে ঢাকা মেডিকেলের ২০৮ নং ওয়ার্ডের ৩ নম্বর বেডে ভর্তি রয়েছে। প্রতিদিন কয়েকটি ব্যয়বহুল ইনজেকশন এবং প্রতি সপ্তাহে চারব্যাগ রক্ত লাগছে ওর। এছাড়া অন্যান্য টেস্ট তো রয়েছেই। নিয়মিত চিকিৎসায় বর্তমানে প্রতিদিন খরচ হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকা। পুরোপুরি সেরে ওঠতে ৬ থেকে ৮ লাখ টাকা প্রয়োজন।

একজন কৃষক বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এতো টাকা সংগ্রহ করা। তাই সহৃদয়বান এবং বিত্তবানদের কাছে মানবিক আবেদন রইলো, যারা যেভাবে পারেন অসহায় একটি মেয়েকে বাঁচাতে এগিয়ে আসুন। আল্লাহ এর বিনিময়ে আপনাকে উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ।

উল্লেখ্য শান্তামনি সাপ্তাহিক লিখনীর সহযোগী সম্পাদক রোকন রাইয়ান-এর নিকটাত্মীয়।

মোবাইলের মাধ্যমে যে কোনো যোগাযোগ ও
অর্থসাহায্যের জন্য বিকাশ নাম্বার :
০১৭১৭-৮৩১৯৩৭ (শান্তার ভাই)
কথা বলতে পারেন শান্তার বাবার সঙ্গে :
০১৮৩৬-৯৫১৩১৩ (শান্তার বাবা)

ব্যাংক এ্যাকাউন্ট :
M Sharif Ahmed Apple
Savings Ac No. 1911519004
Dutch-Bangla Bank
Bijoynagar Branch, Dhaka-1000


শান্তামনির বর্তমান ছবি

শান্তামনির চিকিৎসার পেপারস


পেপার আডলোডে প্রবলেম হচ্ছে, বাকিগুলো পরে যোগ করব।

সবাইকে আবারো পোস্টটি পড়া ও সহযোগিতার অনুরোধ করছি।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।