আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে ক্ষমতাশালী বাংগালী: শেখ হাসিনা

ইকোনোমিস্ট

এই মহুর্তে সবচেয়ে ক্ষমতাশালী বাংগালী হচ্ছে শেখ হাসিনা: দেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ৫ই জুনের ভোটের ব্যাপারে যা বলেছে, তাই ঘটেছে; বানকি মুন, তারানকো, কেরী, মজিনা, ইউরোপীয়ান দুতদের, ড: কামাল, ডা: বদরুদ্দোজা, রব, কাদের সিদ্দিকীদের বাণী বাতাসে হারিয়ে গেছে; এটাকেই শেখ হাসিনার ক্ষমতার শীর্ষ হিসেবে গণনা করা বোধ হয় ঠিক হবে। এরপর, কোন এক সময় এ ক্ষমটা নিম্নমুখী হবে। তার আগেই শেখ হাসিনাকে সঠিক অবস্হানে যেতে হবে: সেটা হতে পারে আগামী সরকারের 'এডভাইজার'।

৩৩ বছরের পর, ১ ঘন্টাও আওয়ামী লীগের সভাপতি থাকা থাকা উচিত নয়; ৩ বারের পর, ২ ঘন্টার জন্যও আর প্রাইম মিনিস্টার হওয়া উচিত নয়। সে যদি এখন সঠিক অবস্হানে চলে যায়; তার সব ক্ষমতা থাকবে: দল ও সরকার তার মতেই চলবে: খালেদা বেগম ইত্যাদির সাথে আর সরাসরি সংঘর্ষ বা সংলাপে যেতে হবে না; সব দোষ গিয়ে পড়বে, তোফায়েল থেকে টুকুর উপর।

আওয়ামী লীগ তার আদর্শ থেকে সরে গেছে, তাকে আগের জায়গায় ফিরে যেতে দেয়া দরকার; আওয়ামী লীগ নিজের আদর্শে ফিরে গেলে বিএনপি জামাতের ব্যবসা নিজের থেকেই বন্ধ হয়ে যাবে।

শেখ হাসিনা গত টার্মে অনেক কোটীপতি সৃস্টি করেছে, সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে তাতে: কোটীপতি সৃস্টির জন্য শেখ সাহেব ৬ দফা দেননি বা বাকশাল প্রতিস্ঠা করেননি সেই সময়; ৬ দফা ও বাকশাল করা হয়েছিল তাদের জন্য, যারা উনাকে নেতা বানিয়েছিলেন ও ১৯৬৯ সালে আইয়ুবের ফাঁসীর কাস্ঠ থেকে নামিয়ে এনেছিলেন। শেখ হাসিনা সেগুলো বুঝার কথা নয়: শেখ সাহেব তা জানতেন, সে জন্য তিনি শেখ হাসিনাকে রাজনীতিতে আনার চেস্টা করেননি: তিনি চেয়েছিলেন কামাল ও জামাল রাজনীতি শিখুক।

আজকের সবচেয়ে ক্ষমতাশালী বাংগালীর উপর 'আস্হা জরীপ' চালালে উহা মাইনাসে চলে যাবে আজকেই; তাই, দরকার সরে সঠিক অবস্হানে চলে যাওয়া; না হয়, এরশাদ, বদরুদ্দোজা, খালেদা বেগম, মওদুদ ও কাজী জাফরের মত লাথি ইতয়াদি খেতে হবে।







অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.