আমাদের কথা খুঁজে নিন

   

এটি একটি বিজ্ঞাপন! লুলিয় অথবা আমার ব্রেন ভুল সিগনাল পাচ্ছে!!

♪ একা পাখি বসে আছে শহুরে দেয়াল... শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে...♪ সারা দিন পেপার পড়ার সময় পাইনি। রাতে 'আমার দেশ' পত্রিকা হাতে নিয়ে "ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ"র একটি বিজ্ঞাপন দেখে চক্ষু চড়ক গাছ!! এইডা আবার কি ফাঁস করলো 'আমার দেশ'!! একটা লুলিয় ব্যাপার অনুভব করলাম!! (দেখেন তো আপনি বুঝতে পারেন কিনা??) "মানুষিকতা বদলান, জীবন বদলে যাবে" এই নীতিতে বিশ্বাসী হয়ে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ নিজেকে জাতির দুলাভাই ভেবে হয়তো তার সকল শালীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে এইটা মনে করে পরের পাতাই চলে গেলাম!! এটি একটি বিজ্ঞাপন! (প্রথম পেজে>নিচে>) পোষ্ট দেওয়ার ১ ঘণ্টা পরের আপডেটঃ বিজ্ঞাপনটি Axe বিজ্ঞাপন থেকে সাফাই করা!! **ব্লগার ভারসাম্য ভাইয়ের তদন্তে প্রমানিত ন্যাশনাল ব্যাংক লুল না। ফুল(fool)। (১১ নং কমেন্ট) অনেক ধন্যবাদ তাকে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।