আমাদের কথা খুঁজে নিন

   

অচেনা অস্থিরতা



অভিমান দুচোখের জল আর মনের আনাচে কানাচে স্মৃতিময় স্বপ্ন
ধবল মেঘ বা স্থির কালোজল, কাশবনের পাড় বা কদম বনে বাঁশি।
জোছনার মেখলা, সুরের মূর্ছনা ভাসা রাত্রির মেঘমাল্লার
তমাল কৃষ্ণ বা রাধার গল্প ছূঁয়ে থাকে হৃদয় পাটাতন।
জলের নিক্কন ছাপিয়ে বাজে মুঠো ফোনের জল তরঙ্গ
ফিসফাস কথা বলা রাতভর সুউষ্ণ কারুকার্য নকশি কাঁথা,
মাঘি পূর্ণিমা বা পৌষ সংক্রান্তি মেদুর আলো মাখা শান্ত উৎসব সময়
ছড়িয়ে থাকে ঝরা পাপড়ির মতন শুনশান আজন্ম স্মৃতি।
অভিমান দুচোখের জল আর এক বুক গুমড়ানো ব্যাথা
চেনা চেনা পথঘাট অচেনা মনে হয়- শূন্য হাহাকার নিরব তাণ্ডবের পর।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।