আমাদের কথা খুঁজে নিন

   

USB ব্যবহার করে টাকা তুলে নিচ্ছে হ্যাকাররা!

এটিএম বুথ থেকে চুরি করে টাকা তুলে নেয়া কঠিন কাজ হলেও, যেসব এটিএম বুথ Windows XP তে চলে এবং পাবলিক USB রয়েছে ওই সব বুথ থেকে হ্যাকাররা ভাইরাসের মাধ্যমে টাকা তুলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে ইউরোপের কয়েকটি দেশে। বিবিসি'র এক প্রতিবেদনে জানা গেছে, ইউরোপের বেশ কিছু দেশে হ্যাকাররা বিশেষ এক ধরনের ভাইরাসের সাহায্যে ইউএসবি ডিভাইস এটিএম বুথে লাগিয়ে টাকা তুলে নিচ্ছে।

ইউরোপের ব্যাংকগুলো জানিয়েছে, তাদের বেশকিছু এটিএম বুথে কয়েকবার কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে দিয়ে হ্যাকাররা বুথ থেকে টাকা তুলে নিয়েছেঅ আর এই সব ক্ষেত্রে যেসব বুথ থেকে টাকা তোলার ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি বুথ Windows XP চালিত এবং স গুলোতেই ইউএসবি পোর্ট রয়েছে।

সূত্র মতে, হ্যাকার প্রথমত এসব বুথে প্রবেশ করে ভাইরাসের মাধ্যমে কম্পিটারের নিয়ন্ত্রণ নিয়ে বুথে থাকা অর্থের পরিমাণ জেনে ফেলে এবং যেকোনো একটি বিল তৈরি করে তাতে টাকার পরিমাণ লিখে দেয়। টাকা তোলার পরেও ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারে না বুথে কোন রকম জালিয়াতি হয়েছে। কারণ এই ক্ষেত্রে হ্যাকার চতুরতার পরিচয় দিয়ে থাকে, এমন কি বুথ থেকে তুলে নেওয়া টাকার পরিমাণ বেশি হলেও সেখানে থেকে যাওয়া বিলে পরিমাণ থাকে বাস্তবসম্মত। ফলে ব্যাংক সার্ভার একে স্বাভাবিক উত্তোলন হিসেবেই ধরে নেয়।

হ্যাকারের টাকা তোলার ক্ষেত্রেও পাসওয়ার্ড দেয়ার ব্যবস্থা অনেকটা ব্যাংক কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থাকে বোকা বানিয়ে দেয়, প্রথমে হ্যাকার ১২ সংখ্যার পাসওয়ার্ড দেয়, এরপরেই হ্যাকার দ্বিতীয় আরেকটি পাসওয়ার্ড দেয় যা দেয়া হয় দূরে অন্য কোন জায়গা থেকে এতে এটিএম বুথ বোকা বনে যায় এবং পরবর্তীতে প্রকৃত হ্যাকারকে শনাক্ত করাও কষ্টসাধ্য হয়ে পড়ে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।