আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মী জেল হাজতে

কুমিল্লায় হরতালে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বুড়িচংয়ের বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযুক্ত বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মী জামিনের আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা ইসলাম দু'জনের জামিন মঞ্জুর করেন এবং বাকিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ৭ নভেম্বর দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে অভিযুক্তরা কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর, ককটেলে বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটায়। এসব ঘটনায় বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে ১৭৮ জনের নাম উল্লখ করে অজ্ঞাত আরো দেড় হাজার নেতাকর্মীর নামে মামলা দায়ের করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.