আমাদের কথা খুঁজে নিন

   

সাবধান হওয়া উচিত.....

কোন পথে ঠিকানা, নাই জানা ..........

হাদীসটা অনেক আগে শুনেছি, তাই পুরোপুরি মনে নাই। তাতে কি। মূল বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করছি।

মহানবী (সাঃ) এর জীবদ্দশায় মক্কায় জণৈক এক ব্যক্তি মহানবীর (সাঃ) নামে মক্কার বিভিন্ন দেয়ালে নানা রকম আজে বাজে কথা লিখে রাখতো। বিষয়টি মহানবী (সাঃ) এর নজরে আসলে তিনি ঐ ব্যক্তিকে ধরে নিয়ে আসার নির্দেশ দেন।

ধরে আনার পর ঐ ব্যক্তি অনেক অনুনয়, বিনয়, কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে লাগলো। কারণ সে জানতো মহানবী (সাঃ) অনেক দয়ালু মানুষ, তিনি ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। তার কাকুতি মিনতি শুনে মহানবী (সাঃ) এর হৃদয়ে দয়ার সঞ্চার হলো। তিনি তাকে মাফ করে দিলেন। ছাড়া পেয়ে ঐ ব্যক্তি পুনরায় একই কাজের পুনরাবৃত্তি শুরু করলো।

বিষয়টি আবারো মহানবী(সাঃ) এর নজরে আসে এবং তাকে ধরে আনার জন্য নির্দেশ দেওয়া হয়। যথারীতি তাকে ধরে নিয়ে আসা হলো এবং একই ভাবে সে কাকুতি মিনতি অনুনয় বিনয় করে মাফ চাইলো। কিন্তু এবার মহানবী(সাঃ) তার শিরচ্ছেদের নির্দেশ দেন। এই ঘটনার পরে সাহাবীগণ জানতে চাইলো হে আল্লাহর রাসুল আপনিতো আগের বার এই ব্যক্তিকে মাফ করে দিয়েছিলেন, এবারও সে সমানভাবে ক্ষমা প্রার্থনা করলো কিন্তু আপনি তাকে ক্ষমা না করে শিরচ্ছেদের নির্দেশ কেন দিলেন। উত্তরে মহানবী(সাঃ) বললেন "প্রকৃত মুমিন একই ভূল দ্বিতীয়বার করতে পারেনা।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.