আমাদের কথা খুঁজে নিন

   

এ কি কথা মালালার মুখে !

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience ‘পাকিস্তানে ক্রিকেট সফর বাতিল করেছে বাংলাদেশ, আফসোস! বাঘের মতো নয়, এটা তো বিড়ালের মতো আচরণ হল’- বাংলাদেশ ক্রিকেটদলের পাকিস্তান সফর বাতিলের বিষয়ে এভাবেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তালেবান হামলার শিকার পাকিস্তানের আলোচিত সোয়াতকন্যা মালালা ইউসুফজাই। নিজের টুইটার একাউন্টে গত মঙ্গলবার রাতে তিনি এ বিষয়ে মত দেন। তার টুইটের ভাষ্যটি ছিল ‘অ্যাবসুলিটলি গাটেড বাংলাদেশ ক্যান্সেলড দেয়ার ক্রিকেট ট্যুর অব পাকিস্তান! (দ্যাটস নট টাইগার মুভ বাট ক্যাট)’। টুইট করার কিছুণের মধ্যে মালালার অনুসরণকারীদের কিছু বিরূপ মন্তব্য আসতে থাকে। এতে সফর বাতিল হওয়ার জন্য পাকিস্তানই দায়ী বলে মত প্রকাশ করেন তারা।

এর কিছু সময় পর টুইটটি মুছে ফেলা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। একদিকে যেমন রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে প্রতিদিনই কোথাও না কোথাও জঙ্গি হামলায় মানুষ মরছে। পাকিস্তান যেন এখন এক মৃত্যুপুরী। যতই দিন যাচ্ছে, পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

তাই এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান সফর স্থগিত করেছে। প্রতিশ্র“তি দিলেও নিরাপত্তার কথা চিন্তা করে ওই সফর স্থগিতের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফলে জনমনে স্বস্তি ফিরেছে। আমাদের ক্রিকেটারদের এমন মৃত্যুপুরীতে পাঠাতে সায় দিচ্ছিল না কারও মনই। এ ঘোষণায় আশঙ্কা থেকে মুক্তি পেয়েছেন আমাদের ক্রিকেটাররা এবং তাদের পরিবারগুলোও।

ক্রিকেটারদের অনেকেই এ ঘোষণার পর সংবাদমাধ্যমের কাছে স্বস্তি প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে মালালার এই আক্রমণাÍক টুইটে ক্ষোভের আগুণ জ্বলছে ফেসবুক ও ব্লগে! এর আগে দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণী সিঙ্গাপুরে মৃত্যুবরণ করলে মালালা টুইট করেছিলেন, ‘ধর্ষকরা তাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে, ভারত সরকার ফেলেছে সিঙ্গাপুরে। ’ বিতর্কিত এ টুইটটি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছিল। নারীশিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে গত অক্টোবরে পাকিস্তানে তালেবানের হাতে গুলিবিদ্ধ হন মালালা। সংকটাপন্ন অবস্থার একপর্যায়ে তাকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে নেওয়া হয়।

এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গত অক্টোবরে তালেবান জঙ্গিদের আক্রমণে যখন মালালার কিশোরীশরীর ক্ষতবিক্ষত হয়েছিল তখন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষও তার পাশে দাঁড়িয়েছিল। কয়েক দিন আগেও ওই সোয়াতকন্যার সাহসিকতা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছিল মালালার বাংলাদেশি ভক্তরা। তার যুদ্ধের সঙ্গে একাতা প্রকাশ করেছিলেন বাংলাদেশি প্রধানমন্ত্রীও। শান্তিতে নোবেল পুরস্কারে যাতে তার নাম অন্তুর্ভুক্ত করা হয় এ জন্য ইন্টারনেটের ভোটাভুটিতেও বাংলাদেশিরা তার পে জোরালো অবস্থান নিয়েছিল।

কিন্তু মঙ্গলবারের ওই টুইট বার্তার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে সবার মধ্যেই। ক্রিকেটদলকে নিয়ে এমন মন্তব্য করায় এখন মর্যাদার ওই আসনটি হারিয়েছেস তিনি। এ নিয়ে ব্লগ ও বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে দেখা গেছে, সবারই কথা হল- মালালাই তো পাকিস্তানে নিরাপত্তাহীন ছিল। তালেবান জঙ্গিদের হামলার শিকার হওয়ার পর এখন সপরিবারে তিনি ইংল্যান্ডে। তাই ব্যাপারটা খুবই হাস্যকর যে, পাকিস্তান যেখানে তার পরিবারকেই নিরাপত্তা দিতে পারেনি সেখানে বাংলাদেশ ক্রিকেটদলকে কীভাবে নিরাপত্তা দেবে! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।