আমাদের কথা খুঁজে নিন

   

সেরা পাঁচটি ফ্লপ ছবি : ২০১৩

সবুজ পৃথিবী

লস অ্যাঞ্জেলেস: হলিউডে বিশাল বাজেটের অনেকগুলো ছবি গত বছর মুক্তি পেয়েছে। তবে হতাশার ঘটনা হলো এর মধ্যে বেশির ভাগ ছবিই ফ্লপ করেছে। সেই হিসেবে ১০১৩ সালকে হলিউডের জন্য দুর্ভাগ্যই বলা চলে।
তাহলে চলুন হলিউডের কিছু ফ্লপ মুভির তালিকা দেখে আসি যেগুলো অপ্রত্যাশিত ভাবে ফ্লপ হওয়ায় এখনো খবরের শিরোনাম হচ্ছে।

রেস্ট ইন পিস ডিপার্টমেন্ট (R.I.P.।

) IMDb Rating: 5.6

১৯ জুলাই মুক্তিপ্রাপ্ত এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রেয়ান রেনোল্ড। পিটার এন লেনকভ এর কমিক বই ‘রেস্ট ইন পিস ডিপার্টমেন্ট’ অবলম্বনে ছবিটি ‍মুক্তি পায়। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন কমিক বই অবলম্বনে যেসব ছবি নির্মাণ করা হয় তাতে রেয়ানের অভিনয় করা উচিত হয়নি। কারণ এতে তিনি সাফল্য অর্জন করতে সক্ষম হননি। রেয়ান ছাড়াও এ ছবিতে অভিনয় করেন জেফ ব্রিজ, কেভিন বেকন, ম্যারি লুইস পার্কার।



হোয়াইট হাউস ডাউন (White House Down) IMDb Rating: 6.3

এই বছরের প্রথম দিকে (২০মার্চ) মুক্তি পায় জেরাড বাটলার অভিনীত ‘অলিম্পাস হ্যাজ ফলেন”। ‘হোয়াইট হাউস ডাউন’ ছবিটি মুক্তি পায় ২৬ জুন। অভিযোগ ওঠে ‘অলিম্পাস হ্যাজ ফলেন”কে নকল করে ‘হোয়াইট হাউস ডাউন’ ছবিটি নির্মাণ করা হয়েছে। ফলে ছবির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ে।
আর আমার মতে এটা অলিম্পাস হ্যাজ ফলেন এর মতো হলেও এর কাহীনি একটু জটিল আর সবার অভিনয় ( Channing Tatum, Jamie Foxx, Joey King) অনেক সাবলীল ও প্রাঞ্জল হয়েছে।




জ্যাক দা জায়ান্ট স্লেইডার (Jack the Giant Slayer) IMDb Rating: 6.3

এই ছবিটি মুক্তি পায় ২৬ ফেব্রুয়ারি। মুক্তির প্রথম সপ্তাহে এর মোট আয় ছিল ৩০ থেকে ৩৫ মিলিয়নের মতো। এটা ছিল খুবই হতাশাজনক। ছবিটি নির্মাণ ব্যয় ছিল ১৮৫ মিলিয়নেরও বেশি। সমালোচকদের মতে, এর কাহিনীতে খুব বেশি চমক ছিল না।

যারা এতে অভিনয় করেছেন তাদের অনভিজ্ঞতাও ছবির ব্যর্থ হওয়ার আরেকটি কারণ।


দ্য লন রেঞ্জার (The Lone Ranger) IMDb Rating: 6.6

জনি ডেপ ও আর্মি হ্যামার অভিনীত এই ছবিটি মুক্তি পায় ২২ জুন। জনি ডেপ ছবিটি নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলেন। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি। সমালোচকরা বলেন, ছবিতে জনি ও আর্মির জুটি ছিল অসাধারণ।

তারা অনেক ভালো অভিনয় করেছেন। কিন্তু পুরো ছবিটিকে তুলে আনার ব্যাপারে শুধু তাদের অভিনয়ই যথেষ্ট ছিল না।


আফটার আর্থ (After Earth) IMDb Rating: 5.0

৩১মে মুক্তি প্রাপ্ত ছবিটিতে নভোচারী উইল স্মিথ তার ছেলে জ্যাডেনকে নিয়ে মহাকাশে এক্সপ্লোর করতে এসে দুর্ঘটনায় পড়ে। ফলে তাদের স্পেসশিপ ক্রাশ ল্যান্ডিংয়ে বাধ্য হয় পৃথিবীতে। তবে সেই পৃথিবীতে কোনো মানুষ ছিল না।

মানুষ এই বসবাসের অযোগ্য দুনিয়া ছেড়ে চলে গেছে ১০০০ বছর আগেই! তারা স্পেসশিপ থেকে পৃথিবীকে খুঁজে পায়। পৃথিবীর খুব কাছে এসে তাদের স্পেস শিপটিও ধ্বংস হয়ে যায়। পিতা-পুত্র আশ্রয় নেয় এক হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে। এমন একটি কাহিনী নিয়েও ভালো করতে পারেনি ‘আফটার আর্থ। ’

২০১৩ সালে বক্স অফিসের হিসাব মতে মাত্র ছয়টি ছবিই ৩০০ মিলিয়নের বেশি মুনাফা করেছে।

এগুলো হলো ‘মনস্টার ইউনিভার্সিটি’, ‘দ্য ক্রুডস’, ‘ডেসপিকেবল মি টু’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’, ‘ম্যান অব স্টিল’, ‘আইরন ম্যান থ্রি’।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।