আমাদের কথা খুঁজে নিন

   

এসো, ছন্দের বেঁড়া ভেঙে মন্দ কথা বলি।। শাফিক আফতাব...........

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

এসো, ছন্দের বেঁড়া ভেঙে মন্দ কথা বলি
লিখি প্রাঞ্জল গদ্যের মধুর পদাবলি
এসো, নিয়মের ফ্রেম ভেঙে __
ঝাঁপ দেই গহীন গাঙে।

এসো অরণ্যের আঁধারে যাই
কল্পনার কথা দিয়ে রঙিন পঙ্ক্ষী বানাই
আমাদের অন্তর্গত কথার ঝুঁড়ি দিয়ে বানাই শাঁনাই
সুবাসের ঢলে বেগে বেগে ধাই।



এসো, শহরের কোলাহল থেকে দূরে
যন্ত্রকলের শব্দ থেকে দূরে
সংসারের বিষয় আষয় থেকে দূরে
চলে যাই আজ হৃদয়ের গড়ে, মধুপুরে।

এসো ছন্দের বেঁড়া ভেঙে মন্দ কথা বলি
অনিন্দ্য সুন্দর অনুভবে প্রেমের সুবাসে পথ চলি।

০৯.০১.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।