আমাদের কথা খুঁজে নিন

   

হৈ চৈ রৈ

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ

(১)

শুন হে বাংলার স্বজন সকল সুজন কুজন
উপেক্ষা করে ষোল কোঠি মানুষের রোদণ
জবাইয়ের পর হলো গণতন্ত্রের নতুন পাদায়ন
অসংখ্য উল্লাসী হায়েনার পাতে বিলাসী ভোজন।


(২)

আবার ও দেখো এই দূর্ভাগা বাংলায়
শক্তির কাছে সত্যের মহা পরাজয়
অসংখ্য উল্লাসী হায়েনার হৈ চৈ রৈ
মানুষ নামের পশুদের পাশবিক বিজয়।


(৩)

সবাই তো দেখি দালাল কিংবা রাজাকার
বাকি সব চামচা ডাকাত মাস্তান বাটপার
ভাল মানুষেরা ঘরের বাহির হয় না আজ আর
পশুদের সাথে কে করিবে বলো দেন-দরবার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।