আমাদের কথা খুঁজে নিন

   

ফের শংকটাপন্ন সুচিত্রা

সুচিত্রা সেনের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে বুধবার থেকে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন মহানায়িকা। এইমুহুর্তে তাঁর ক্যালরিযুক্ত খাবার প্রয়োজন বলেও জানানো হয়েছে। সুচিত্রাকে এখন তরল খাবার দেওয়া হচ্ছে। তবে কিছুই মুখে তুলতে পারছেন না তিনি।

এতে তার শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে।

গত দুইদিন ধরে ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও গতকাল সন্ধ্যার পর থেকেই তা অবনতির দিকে যেতে থাকে। বুধবার সন্ধ্যা থেকে ফের তাঁর শ্বাসকষ্ট শুরু হতে থাকে। পরিস্থিতি সামাল দিতে নন ইনভেসিভ ভেন্টিলেশনে দিতে হয় মহানায়িকাকে। দেওয়া হয় নেবুলইজেশনও।

কিন্তু নন ইনভেসিভ ভেন্টিলেশনও ঠিকমতো নিতে পারছেন না তিনি।

মহানায়িকার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বিগ্ন চিকিত্সকরা। তবে মহানায়িকার হৃদস্পন্দনের গতি, রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। যদিও রক্তে শর্করা এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে এখনও ইনসুলিন দেওয়া হচ্ছে তাঁকে। ফুসফুসে জমে থাকা কফ বের করার জন্য চলছে ফিজিওথেরাপি।

চিকিত্সকরা জানিয়েছেন আরও দুই-তিন দিন তাকে আইটিইউতেই রাখা হবে।

উল্লেখ্য, ফুসফুসের সংক্রমণ নিয়ে গত ২৪ ডিসেম্বর মধ্য কলকাতার একটি বেসরকারি নার্সিং হোম (বেল ভিউ)-এ ভর্তি হন সুচিত্রা সেন। মাঝে কয়েকদিন ভাল থাকলেও হৃদস্পন্দনের গতি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত রবিবার রাতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে(সিসিইউ) স্থানান্তর করা হয় ৮২ বছর বয়স্ক বাংলা ছবির এই জীবন্ত কিংবদন্তীকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।