আমাদের কথা খুঁজে নিন

   

চন্ডিদাস-রজকিনী!




রাজপুত্র চন্ডিদাস ছিপ ফেলে বসে আছে........একে একে বারো বছর! প্রতিদিন নদীতে ছিপ ফেলে বসে থাকে রাজার পুত্র চন্ডিদাস.....একদিন, দু'দিন নয়......দিনের পর দিন.....মাসের পর মাস.....একে একে বারো বছর!.....

ওদিকে....নদীর ওপারে ধোপার মেয়ে রজকিনী......... কাপড় কাঁচতে আসে প্রতিদিন...একদিন, দু'দিন নয়.....প্রতিদিন, বারো মাস, বারো বছর.....প্রতিদিন-ই সে খেয়াল করে নদীর ওপারে রাজপুত্র ছিপ ফেলে বসে থাকে....নিত্যদিন!

চন্ডিদাসের ধৈর্যের শেষ নাই.....কিন্তু, রজকিনীর কৌতুহলের-তো শেষ আছে.... রাজারপুত্র বারো বছর ওপারে ছিপ ফেলে বসে আছে কিসের আশায়?!.... রজকিনী একদিন আর কৌতুহল চেপে রাখতে পারলো না, সে ওপার থেকেই গলা চড়িয়ে জিজ্ঞেস করলো.....‌‌'' চন্ডিদাস, বারো বছর-তো পার হয়ে গেল.... কোন মাছে টোকা দিল কি?''.... চকিতে সম্বিত ফিরে পেয়ে চোখ তুলে চন্ডিদাস এপার থেকে জবাব দিল.....'এইমাত্র একটি টোকা দিল!''



তারপর?...তারপর .....লাগুক মাস , বছর......একজন কেজরিয়ালের আগমনের জন্য! একদিন পরিবর্তন প্রত্যাশি আম জনতা ছিপ গিলবে...এক টোকা, দুই টোকা...হাজার টোকা! একদিন কেউ একজন-কে পাওয়া যাবে আস্থায় নেয়ার........আশায় আশায় আছি! কেজরিওয়ালের লেগেছে দেড় বছর.......আমাদের লাগতে পারে দেড় যুগ!...কিন্তু লক্ষ্য একটাই.......এগিয়ে যেতে বাধা কি?!


''আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে মুছতে হবে মোরে.....
আমারে যে জাগতে হবে
কি জানি সে আসবে কবে...

যদি আমায়...পড়ে তাহার মনে......
যাবো না এই মাতাল সমীরণে.....আজ
জোৎস্না রোতে সবাই গেছে বনে...''


 

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।