আমাদের কথা খুঁজে নিন

   

তিন স্বামীর তিন সন্তানের জননী...

বিশ্ববিখ্যাত সিনেমা 'টাইটানিক'-এর কথা তো সকলেরই মনে আছে। সেই সঙ্গে দর্শক মনে রেখেছেন রোজ চরিত্রটিকে। ধনী পরিবারের রোজ ভালোবাসার জন্য ছুটে গিয়েছিলেন হতদরিদ্র জ্যাকের কাছে। জাহাজ যখন ডুবে যাচ্ছিল জ্যাককে ছেড়ে অনায়াসে বোটে চড়ে বেঁচে যেতে পারতেন রোজ। কিন্তু ভালোবাসার জন্য মৃত্যুকে বরণ করতে প্রস্তুত ছিলেন রোজ।

এতোক্ষণ তো রোজের ভালোবাসার গল্পের কথা বলা হলো যা সিনেমা দর্শকমাত্রই জানেন কিন্তু অনেকেরই যা অজানা তা হলো রোজ চরিত্রে অভিনয় করেছিলেন যে কেট, তার জীবনের ভালোবাসার অধ্যায়গুলো। 'টাইটানিক'-এর রোজের সঙ্গে বাস্তবের রোজ মানে কেটের দারুণ মিলটি হলো কেটও কেট চান অন্যরকম ছকভাঙা ভালবাসা, গতানুগতিক কিংবা ব্যাকরণ মেনে নিয়মমাফিক প্রেম নয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো টাইটানিকের রোজ যেটা পেয়েছিলেন, কেট তা পাননি। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী ইতোমধ্যে তিন তিনটে বিয়ে করে ফেলেছেন এবং বিবাহবিচ্ছেদও হয়ে গেছে (এখনও অবশ্য সরকারিভাবে তৃতীয় পক্ষের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি)। প্রতিটি পক্ষের একজন করে সন্তানের মাও হয়েছেন তিনি।

অথচ কেট এখনও ভালোবাসা খুঁজে বেড়াচ্ছেন।

ইদানিং কেট নাকি দ্রুত মেজাজ হারিয়ে ফেলেন। সহকর্মী এবং পরিচালকের সঙ্গে সম্পর্ক ভালো না। কিছুদিন আগে কেট তৃতীয় সন্তানের মা হওয়ার পর ব্রিটিশ মিডিয়া তার নাম দিয়ে ফেলেছে চার গুণ চার ("৪X৪")-এর অপেক্ষায়। এখন অবশ্য "৩X৩" নামেই কেটকে ডাকা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে এমন কথা শুনে রেগে আগুন কেট। বললেন, আমার যা খুশি তাই করব। আমার জীবন, আমার ইচ্ছা।

টাইটানিকের সাফল্যের পরের বছরই কেট বিয়ে করেন পরিচালক জিম থারাপ্লেটনকে। ২০০১ সালে জিম-কেটের সন্তানের জন্ম হয়।

এরপর ২০০৩ স্যাম মেন্ডেসকে বিয়ে করেন। বিয়ের পরের বছরেই স্যাম-কেটের সন্তানের জন্ম হয়। সেই বিয়েটা আট বছর টিকে ছিল। ২০১২ সালে হলিউড অভিনেতা নেড রোকএনরোলকে বিয়ে করেন কেট। এরপর ফের সন্তান।

আর তাই টাইটানিক কন্যার নাম দেওয়া হয় "৩X৩"। কেটের বিরুদ্ধে তার সব স্বামীদের একটাই অভিযোগ, তিনি নাকি কিছুদিন পরেই ভালোবাসার ওপর আস্থা হারিয়ে ফেলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।