আমাদের কথা খুঁজে নিন

   

জানেমান পান



ভবিষ্যৎ ভালোবাসা দিবস উপলক্ষ্যে বিশেষ পানের দোকান!!

আবিষ্কারকের কথাঃ

যুগে যুগে মনের মানুষকে বশ করার জন্য কত শত মন্ত, তাবিজ কবজ ! স্বামী বশীকরণ মন্ত্র, স্ত্রী বশিকরন মন্ত্র প্রচলিত ছিল! অমুক বাবার মাজারে সিন্নি! বটগাছের গায়ে সুতা বাঁধা, পড়া পান আরও কত কি!! কিন্তু এখন একবিংশ শতাব্দির এই দ্বিতীয় দশকে স্বামী -স্ত্রী বশীকরণ মন্ত্র অকেজো, অকার্যকর হয়ে পরলেও তার সাথে পাল্লা দিয়ে দিয়ে বাড়েনি গার্লফ্রেন্ড- বয়ফ্রেন্ড বশীকরণ মন্ত্রের পরিমান! সত্যি বলতে এ দিকটি কেন জানি সবার দৃষ্টির অগোচরে থেকে ডুকরে কেঁদে (!!) মরছে যেখানে শতাব্দির এই দ্বিতীয় দশকে গার্লফ্রেন্ড- বয়ফ্রেন্ড মানুষের মৌলিক চাহিদার রেটিং এ সবচেয়ে উপরে অবস্থান করছে! তাই প্রতি বছর ভালোবাসা দিবসেই পোলাপানের হাহাকারে ভরে উঠে এই রক্তাক্ত প্রান্তর! আর ইব্রাহিম কার্দী কাঁদতে কাঁদতে বলে, জোহরা তোমার এত রূপ!! মরা মানুষ দেখলে তার চোখেও লেগে থাকে! তুমি অই পোলার সাথে হাত ধরে ফষ্টি নষ্টি করছ নিজ চোখে দেখার পড়েও ভুলে গেছি!! কিন্তু তোমাকে ভুলি নাই জোহরা বেগম!

এইসব কাতুকুতু লাতুপুতু পোলাইপানদের জন্য সুখবর! সুখবর!! সুখবর!!!

আর নয় চিন্তা! আর নয় ভাবনা! এসে গেছে! এসে গেছে!! ‘ জানেমান পান’!

আসছে ১৪ ফেব্রুয়ারির আগে বিশেষ পান থেরাপি নিন আর আপনার সঙ্গি-সঙ্গিনীকে খাওয়ান মাত্র এক খিলি ‘ জানেমান পান’এবং একলা থেকে দোকলা হয়ে হাত ধরাধরি করে পানের বরজে গান করুন!!

‘জানেমান পানের’ উপকরনঃ

১. হেঁচকি পান!! (মুখে দেওয়া মাত্র হেঁচকি উঠবে! তখন আপনি মাথায় আস্তে আস্তে চাপড় দিয়ে বলবেন ঠাঠী! ঠাঠী!! তারপর এক গ্লাস পানি এগিয়ে দিন! লক্ষ্য রাখুন পানি যেন পুরোটা না খায়! প্রিয় মানুষ খাওয়ার পর বাকি পানি আপনি খেয়ে ফেলুন! )

২. পেচকি সুপারি!! ( চিবুনি দিলেই প্যাঁচ লাগা শুরু হবে, যেন তেন প্যাঁচ না মমিসিঙ্গা জিলাপির প্যাঁচ! এ প্যাঁচ ছুটাতে গেলে কাঁধ থেকে হাতের প্যাঁচ খুলে চলে আসতে পারে কিন্তু আপনাদের প্যাঁচ ছাড়বে না)

৩. দিলনরম চুন!! ( এ চুন দিয়ে পান খেলে দিল নরম হবে!! )

৪. এলাচ!! ( কাজী নজরুল ইসলাম কতদিন আগে প্রেমে এলাচের উপকারিতা বলে গেছেন! নজরুল ইসলাম কে এ প্রস্ন জিজ্ঞেস করলে এ যুগের কিছু তরুন-তরুনি উনি আমাদের জাতীয় বিজ্ঞানি বলে মন্তব্য করেন! )

৫. আদা ( আদা ভবিষ্যৎ প্রেমের সকল সম্ভাব্য বাঁধা দূর করবে! )

৬. বাদাম ( প্রেমের মহৌষধ! যুগে যুগে সকল কালজয়ী প্রেমকাহিনীর নেপথ্য রহস্য হল বাদাম! )

এবং ৭. কিছু গোপন উপাদান!!

জানেমান পানের মুল্যতালিকা!!

অতি ধীর কার্যক্ষম পান- ৫ টাকা!
ধীর কার্যক্ষম পান- ১০ টাকা!
মোটামুটি কার্যক্ষম পান- ২০ টাকা!
দ্রুত কার্যক্ষম পান- ১০০টাকা!
অতি দ্রুত কার্যক্ষম পান- ৫০০ টাকা!
তাৎক্ষনিক কার্যক্ষম পান- ১০০০ টাকা!

আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পান বুকিং চলছে!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।