আমাদের কথা খুঁজে নিন

   

My Sassy Girl



প্রতি দিন সকালে ঘুম থেকে উঠেই গুড মর্নিং মেসেজ দিবে... কিন্তু জেনে রেখো এতে সে বিরক্ত হয় এবং কোন রিপ্লাই পাবে না...

ঘুম থেকে জাগার পর খুব রেগে থাকে... যদি প্রশ্ন করো "কি করছ?" এবং ঘুম জড়ানো কন্ঠে উত্তর আসে "নাচতেছি"... তাহলে "আইচ্ছা, ওকে, ভাল, ঠিক আছে" বলে রেখে দিবে... দ্বিতীয় কোন শব্দ উচ্চারন করবে না...

প্রতি মুহূর্তে ঝাড়ি হজম করার মত পাকস্থলী বানাতে হবে... মনে রাখতে হবে তুমি মাছে ভাতে বাঙ্গালী না... তুমি ঝাড়ি-চিতকার হজম করে বাঙ্গালী...

বোকার মত এক প্রশ্ন বার বার করিও না... একেক বার একেক রকম উত্তর পাবে...
যেমনঃ কখনও তার জন্ম হয়েছিল নিউজিল্যান্ড এ ! আবার কখনও ঢাকা টু ইন্ডিয়া প্লেনের ভিতরে...!

যদি তোমাকে বুঝতে পারে যে তোমার মন খারাপ তবে কারন জিজ্ঞাসা করলে সাথে সাথে বলে দিয়ো... "নাহ! কিছু না" ইত্যাদি বলে ভদ্রতা দেখাতে যেয়ো না... ১ থেকে ৩ গোনার ভিতর না বলতে পারলে "ওকে, ব্যস" এবং ফোনের লাইন কাটার খটাশ করে একটা শব্দ শুনবে...

বাড়ির আশে পাশে কোন পাগলামি করতে যেয়ো না কোনদিন... খুবই ভয়ংকর ব্যাপার এইটা... জীবন তোমার একটা ...

যদি তুমি ভুল না ও করো তবে সবসময় "স্যরি" বলার দায়িত্ব তোমার...

অসম্ভব চালাক, কিন্তু কিছু সময় বোকারও বোকা... তোমার মনে যদি কোন রাগও থাকে সেইটা সে কখনই ধরতে পারে না... হয়ত পারে! দুঃখ প্রকাশের জন্য তোমাকে একবার অথবা দুইবার "স্যরি" শব্দ খুব কষ্ট করে বলতে পারে... যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হয়...! এতেই খুশী থাকো...

অসম্ভব জেদি... যা বলে তা করে... কিন্তু যদি কোন কিছু তে জেদ দেখানোর সময় হেসে ফেলে তবে বুঝবে সে তোমাকে বোকা বানাচ্ছে... এতে সে আনন্দ পাচ্ছে... তাকে খুশী রাখার জন্য এইটুক বোকা তোমার সাজতে হবে অবশ্যই...

যদি শুধু "হুম", "ভাল", "না" ইত্যাদি এক বাক্যের শব্দ ব্যবহার করে বুঝবে তার মন খারাপ... চেষ্টা করবে মন ভাল করে দেয়ার... কিন্তু বেশির ভাগ সময় ই তুমি ব্যর্থ হবে...

তাকে প্রথমে সুন্দরী বল না ... বিড়াল, মুন্নি সাহা, হুতুম পেচা কিংবা কোন সরীসৃপ সাথে তুলনা কর... সে রাগ দেখাবে! তখন তাকে সুন্দরী বলো... কিন্তু মাথায় রেখো সে বহু আগে থেকেই তোমার মনের কথাটা জানে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।