আমাদের কথা খুঁজে নিন

   

তিন হাজার বছরের পুরনো সমাধির সন্ধান

তিন হাজার বছরের পুরনো একটি সমাধির খোঁজ পাওয়া গেছে মিশরের নীলনদের পশ্চিম তীর থেকে।

ধারণা করা হচ্ছে, এটি এক মিশরীয় প্রধান সুরা বিক্রেতার সমাধি।

এক জাপানী প্রত্নতত্ব দল জানিয়েছেন, সমাধির উপরে রয়েছে নানানবিধ ছবি আঁকা। এই ছবিগুলিতে তখনকার জীবনযাত্রার নিদর্শন পাওয়া যায়। ছবিতে দেখা যায় সুরা বিক্রেতার প্রধান খনসো ইম হেব ও তার স্ত্রীর সঙ্গে আলাপচারিতা।

তিনি মিশরীয় দেবতা 'মুট'কে সুরা উৎসর্গ করছেন। এছাড়াও সেই সময়কার প্রতিদিনের যে চালচিত্র রয়েছে তাতে মনে করা হচ্ছে মিশরের ইতিহাসে নতুন দরজা খুলে যাবে।

উল্লেখ্য, ২০০৭ সালে প্রত্নতত্ববিদ জিরো কোন্ডোর নেতৃত্বে খননকার্য শুরু হয় এল খোবাতে। মিশরের পুরাতত্ব মন্ত্রী মহম্মদ ইব্রাহিম জানিয়েছেন জায়গাটিকে সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে। খননকার্য শেষ হলে পরবর্তীকালে এটিকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।