আমাদের কথা খুঁজে নিন

   

জেড প্লাস নিরাপত্তা প্রত্যাখান কেজরিওয়ালের

উত্তরপ্রদেশ সরকারের দেওয়া জেড প্লাস নিরাপত্তা প্রত্যাখান করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দলের এক সদস্য এ কথা জানান।

ভারতের বেসরকারি টেলিভিশন এনডি টিভি কেজরিওয়ালের বরাত দিয়ে জানায়, তিনি অতিরিক্ত নিরাপত্তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। কেজরিওয়াল বলেছেন, 'আমার নিরাপত্তার প্রয়োজন নেই, আমি জনগণের নিরপত্তা চাই। ' এর আগেও ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাখান করে দিল্লি থেকে ভিআইপি সংস্কৃতি পরিহার করার কথা জানিয়েছিলেন কেজরিওয়াল।

গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার ধর্মেন্দ্র সিং জানান, দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকারের পক্ষে লিখিত চিঠি পাঠানো হয় অরবিন্দ কেজরিওয়ালকে। মুখ্যমন্ত্রীর চুড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে উত্তরপ্রদেশ সরকার।

পুলিশ আধিকারিক জানান, 'জেড প্লাস' নিরাপত্তা হিসেবে কেজরিওয়ালকে দেওয়া হবে দুইটি মারুতি জিপসি গাড়ি ও ২৮ পুলিশের কনভয়। ২৪ ঘন্টাই মুখ্যমন্ত্রীর এই নিরাপত্তা সুবিধা থাকবে।

উল্লেখ্য, গত বুধবার গাজিয়াবাদের কৌশম্বীতে আম আদমি পার্টি'র সদর দফতরে হামলার পরই কেজরিওয়ালকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রানালয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।