আমাদের কথা খুঁজে নিন

   

আবার শুরু হতে যাচ্ছে মোবাইল নাম্বার পরিবর্তনের বিড়ম্বনা

আমি লেখা-লেখিতে দক্ষ নয়। মুলত একজন পাঠক । তারপরও কিছু লেখা লিখতে চাই মনের মত করে

যারা গ্রামীনফোন ব্যাবহার করেন তাদের দিয়ে আবার শুরু হতে যাচ্ছে মোবাইল নাম্বার পরিবর্তনের বিড়ম্বনা।
বর্তমানে বাজারে গ্রামীনফোনের ০১৭৯******* সিরিজের সিমকার্ড পাওয়া যাচ্ছে। গানিতিক নিয়ম অনুসারে ৯ এর পর কোন মুল বা মৌলিক সংখ্যা নেই।


যার কারনে গ্রামীনফোনকে ০১৭৯******* সিরিজের সিমকার্ড বিক্রয় শেষ হবার পর পুনরায় ০১৭১******** সিরিজের সিম নাম্বার বের করতে হবে। তাহলে পুরনো ব্যাবহারকারীগনের কি হবে ? তাদের নাম্বার তো রিপ্লেস করা যাবে না।
যার কারনে পুরনো ব্যাবহারকারীগনের মোবাইল নাম্বারে পরিবর্তন আনা হবে । তাদের মোবাইল নাম্বার ১১ ডিজিটের পরিবর্তে ১২ ডিজিটে রুপান্তরিত হবে। সেক্ষেত্রে তাদের পুরবের নাম্বারে ০১৭ এর পরে একটি অতিরিক্ত বসাতে হবে।

ধরুন আপনার বর্তমান মোবাইল নাম্বার ০১৭১২৩৪৫৬*৮ , এক্ষেত্রে আপনার নতুন নাম্বার হবে ০১৭১২৩৪৫৬*৮ । যদি আপনার নাম্বার হয় ০১৭৩২৩৪৫**** , তাহলে আপনার নতুন নাম্বার হবে ০১৭৩২৩৪৫**** ।

আগেও একবার এভাবে নাম্বার পরিবর্তন হয়েছিল। তখন প্রথমদিকে অনেকে পুরনো নাম্বারে ফোন দিয়ে গ্রাহককে পেত না , কারন সবাই এ বিষয়ে অবগত ছিল না । হয়তো এবারো প্রথম দিকে একই সমস্যা হতে পারে।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.