আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লি থেকে মার্কিন কূটনীতিক বহিষ্কার

ভারতের নারী কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে দেশের উদ্দেশে রওয়ানা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেবযানীর সমপর্যায়ের এক কূটনীতিককে নয়াদিল্লি দূতাবাস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই সিদ্ধান্তের কারণে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে বেশ তিক্ততার সৃষ্টি হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক ও রাজনীতি বিশ্লেষকরা।

এর আগে, কূটনৈতিক অধিকার বলে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবেন বলে দেশটির ফেডারেল গ্র্যান্ড জুরি জানানোর পর ভারতের উদ্দেশে রওয়ানা হন দেবযানী। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।