আমাদের কথা খুঁজে নিন

   

Bangladesh Public Killing Special Force

সবাই জানি BSF এর মিনিং হল The Border Security Force । আর এদের কর্মকাণ্ডে প্রকাশ পায় , BSF = ( Bangladesh Public Killing Special Force ). বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে যখন প্রতিনিয়ত মধ্যযুগীয় বর্বরতায় বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষ খুন হচ্ছে, হচ্ছে নির্মমভাবে নির্যাতিত, সেই সময় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এর কথা সবার নিশ্চয়ই মনে আছে তিনি বলেছেন ...... সীমান্তে ঘটে যাওয়া বিষয়গুলোর সঙ্গে অনেক কিছু জড়িত। দুই দেশের পক্ষ থেকেই চোরাকারবারি, মাদক পাচার ও গরু চুরি হচ্ছে। এসব ঘটনা প্রায়ই ঘটছে। শুধু আজই নয়, অতীতেও এমন ঘটনা ঘটেছে।

ভবিষ্যতেও ঘটবে। এগুলো রাষ্ট্রীয়ভাবে বিচারযোগ্য বিষয় নয়। এ নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয়। সীমান্ত হত্যা একটি স্বাভাবিক ঘটনা। এটা আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে।

রাষ্ট্র এতে উদ্বিগ্ন নয়। এখন আপনারই বলুন যেখানে রাষ্ট্র এই কথা বলে সেই খানে আমাদের জণনগ এর কি বলার আছে ??? তার পর ও দেশকে ভালবাসি বলেই এই লেখা... নতুন বছরের প্রথমে দুই দিনে সীমান্তে ভারতীও সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে নিহত হয়েছে চার জন বাংলাদেশী। মানবাদিকার সংগঠন অধিকার এর হিসাব মতে বিদায়ী বছরে সীমান্তে বিএসএফ এর হাতে ৩৫ জন এবং ২০১১ সালে ৩১ জন নিহত হয়েছেন। আর ২০০০ সাল থেকে এই পর্যন্ত সীমান্তে ৯৬৯ জন বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ। আইন ও সালিশ কেন্দ্র গত ৩১ ডিসেম্বর এক পরিসংখ্যানে জানায়, ২০১২ সালে সীমান্তে বিএসএফ কর্তৃক ৩১৯টি নির্যাতনের ঘটনা ঘটেছে, আগের বছর এই সংখ্যা ছিল ১৫৫টি।

২০১২ সালে ৪৮ জন নিহত হওয়া ছাড়াও ১০৬ জন আহত এবং ১৪০ জন অপহৃত হন বলে মানবাধিকার সংগঠনটি জানায়। নববর্ষের শুভেছা হিসেবে বন্দু ভারত দুই দিনে চার বাংলাদেশীর লাশ উপহার দিল। ধিক্কার জানাই এই বর্বরোচিত হত্যাকাণ্ডের। মাহামুদুর রাহমান স্যার এর মত বলতে হয় আমারা “বাংলাদেশ নামক একটা বৃহত্তম জেলখানায়” বাস করছি আর ভারত আমাদের সীমান্তে কাঁটাতারের ভেড়া দিয়ে আমাদেরকে বাংলাদেশ নামক একটা বৃহত্তম জেলখানায় পরিনিত করেছে । বাংলাদেশ যেন এখন ইসরাইলের হাতে অবরুদ্ধ গাজপত্যকা।

সারাপৃথিবীতে একমাত্র গাজা সীমান্তে ‘ট্রিগার হ্যাপি’ ইসরাইলি পশুদের হাতে যেভাবে প্রতিদিন শিকার হয় ফিলিস্তিনের সাধারণ মানুষ, ঠিক তার মতো, ক্ষেত্রবিশেষে তার চাইতেও নির্মমতার সঙ্গে বাংলাদেশীদের হত্যা করে ভারতীয় বিএসএফ। ভারতীও করতিপক্ষ সীমান্তে নির্বিচারে হত্যা বন্ধের ব্যাপারে বাংলাদেশ সরকারকে বার বার প্রতিশ্রুতি দিলেও সীমান্তে হত্যা বন্ধ হচ্ছেনা কেন? অন্যদিকে নিজেদের সন্তানদের লাশ বুকে চেপে ঘৃণায় ক্ষোভে ফুঁসতে পারছেনা কেন বাংলাদেশের সাধারণ মানুষ । তাহলে কি আমাদের মানবতার অভাব পরিলক্ষিত হয় । ভারত যে খানে একজন দামানি মেয়ে এর জন্য ঘৃণায় ক্ষোভে ফুঁসতে পারে। সেখানে আমরা পারি না কেন? আমাদের প্রদানমন্ত্রী যেখানে একজন ভারতীও মেয়ের জন্য দুঃখ প্রকাশ করে, আর নিজের দেশের জনগণকে মানুষ মনে হয় না ।

আর স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর বলেন আত্মরক্ষার প্রয়োজনে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যদের গুলি ছোড়ার অনুমতি দেয়ার বিষয়ে নয়া দিল্লির সঙ্গে একমত হয়ে এসেছেন তাহলে আমরা আর সাধারন জনগন কি বলতে পারি ??? আমাদের মিডিয়াতে যুদ্ধাপরাধি কে নিয়ে হৈ চৈ করতেছে অথচ সীমান্ত এলাকায় বর্বর হত্যাকান্ডে প্রতি বছর অনেক লোকের প্রানহানি হছে সে দিকে নজর নেই ... ভারতীও এক ধর্ষিতার জন্য বাংলাদেশ এর সংবাদ মাদ্যমগুলী প্রতিনিয়ত আপডেট প্রচার করেচে। সেই মিডিয়া আজ এই চার বাংলাদেশি হত্যা র জন্য কি সরকার এর মত নিছুপ হয়ে থাকবে। আমাদের কি কিছুই করার নেই??? যুগে যুগে কি আমাদেরকে এই ভাবে বর্বরোচিত হত্যাকাণ্ড দেখেই যেতে হবে??? ধিক্কার জানাই এই বর্বরোচিত হত্যাকাণ্ডের......... http://www.facebook.com/neaz.shoan  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।