আমাদের কথা খুঁজে নিন

   

দেবী - ৪



দেবী বল তো তোমার নীল শাড়ি কী পারবে ?
ঢেকে রাখতে তোমার রূপ ঐ সুতোর চাদরে?
অথবা বাড়িয়ে দিতে পারবে তোমার ঐ রূপ এক কণা?

তোমার ঐ চোখের কাজল কি একই ভাবে
নিষ্প্রোয়জন নয়। এ কী তোমার ঠোটে রঙ?
কী অনর্থক ব্যাবহার। এতটুকু বাড়াতে পেরেছে কী
তোমার রূপ ? না পারবে অন্য কিছু।

পারবে না। পারবে না কারণ অসীম কে বাড়ানো যায় না।


ওকে কমানও যায় না। যায় না গুন ভাগ করাও।
ও স্থীর। ও ধ্রূব। ওকে কেউ ঘাটায় না ওভাবে।



তোমার রূপতো অমনি। অসীমের মত সীমাহিন।
কমে না বাড়েও না একদম স্থীর
যেন এক তলহিন কুয়ো।
তাতে আমি ডুবে যাচ্ছি তো যাচ্ছি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।