আমাদের কথা খুঁজে নিন

   

এক আসনেই দুই ভাই এমপি!

ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও কামরুল আশরাফ খান পোটন আপন দুই ভাই। বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই নবনির্বাচিতদের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ সম্পন্ন হওয়ায় তারা দুই ভাই-ই বর্তমানে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য। বিষয়টি পুরো জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু এবারের সংসদ নির্বাচনে প্রথমে ডা. দিলীপকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হলেও পরে মহাজোটের সমীকরণে জাসদের প্রার্থী জায়েদুল কবির নৌকাকে হারান তিনি।

কিন্তু নির্বাচনের মাঠ ছাড়েননি। স্থানীয় নেতা-কর্মীরা মহাজোটের সিদ্ধান্ত উপেক্ষা করে ছোট ভাই কামরুল আশরাফ খান পোটনকে স্বতন্ত্র প্রার্থী করে তার পক্ষে মাঠে নেমে নির্বাচন করেন। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে কেন্দ্রের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে মহাজোটের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন পোটন। নরসিংদী-২ আসনের দশম জাতীয় সংসদের সদস্য কামরুল আশরাফ খান পোটন বলেন, আমার বড় ভাই দিন-রাত পরিশ্রম করে পলাশের উন্নয়ন ও সংগঠনকে দাঁড় করিয়েছেন। কিন্তু দল ওনাকে মূল্যায়ন করেনি।

আমি ব্যবসায়ী, কখনো রাজনীতি করার ইচ্ছা ছিল না। শুধু ভাইয়ের দিকে তাকিয়ে আমি নির্বাচন করেছি এবং এমপি হয়েছি। পূর্বের মতো আগামী দিনগুলোতেও আমরা দুই ভাই মিলে মানুষের জন্য কাজ করে যেতে চাই।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।