আমাদের কথা খুঁজে নিন

   

◄ Android গুরুরা একটা বার দেখে যান Please…

আসসালামুয়ালিকুম । শীতের এই দুপুরে হয়ত অলস অথবা কর্মক্ষেত্রে সময় কাটাচ্ছেন, এই সময় এ পোস্টটা দেখার জন্য শুরুতেই আন্তরিক অভিনন্দন ।
কথা না বাড়িয়ে কাজের কথা বলি । আমি আমার Samsung Galaxy Star Gts 5282 DUOS ফোনটা ৩-৪ দিন আগে root করি । ভাল কথা, root করার পর থেকে মনে হছে Dual-Core ফোন চালাচ্ছি , আর চার্জ আগের থেকে অনেক বেশী টিকছে ।

কিন্তু সোনার ডিম পাড়া হাসের গল্পের মত আমার অবস্থা আমিই খারাপ করে ফেলেছি একটা ভুলের জন্য, আর এই জন্য Techtunes এর গুরুদের সাহায্যের প্রয়োজন মনে করছি ।
আমি ফোনটা Root করার পর একটা System Apps Remover দিয়ে গনহারে apps রিমুভ দেই, আর এটাই আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে...
আমি ফোন এর ডিফল্ট Phone, Massageing, Play Service, Maps প্রায় সব ই Remove দিয়ে দিয়েছি । যদি ও এসবের আলাদা আলাদা Apps ব্যবহার করছি, তবুও কল কাটার পর "com.android.phone" বার্তা প্রধান করে নেট চলে যায়, Than আবার একটু পর আসে । প্রথম যখন সব System Apps গনহারে remove দেই, তখন ফোনটা অফ হয়ে যায়, পরে On করার পর জাস্ট Black Scrieen শো করে, বুঝলাম ডিফল্ট লাঞ্ছার ও রিমুভ হওয়ায় এই অবস্থা... পরে অবশ্য পিসি থেকে APK installer দিয়ে Next Luncher ইন্সটল দিয়ে এখন ফোন চালাতে হচ্ছে ।
এখন আমি জানতে চাইছি, আমার রিমুভ হওয়া System Apps, বলতে বুঝাতে চাইছি Massageing+Calling+map এর Apps গুলো কি ভাবে ফিরত আনা অথবা install দেয়া যায় ?
অথবা আমি চাইছি আমার ফোন এর Stock ROM আবার ইন্সটল দিতে, এক্ষেত্রে ৬০০ এমবি size এর ওই Stock ROM ফাইল এর ভাল কোন লিঙ্ক কেউ দিবেন  please? আমি খুঁজতে খুঁজতে হয়রান... ভাল কোন লিঙ্ক পাই নি ।


যদি কারো জানা থাকে, দয়া করে একটু help করুন... তবে Stock ROM ফ্ল্যাশ করার থেকে System Apps আবার ইন্সটল এর উপায়টা বলে দিলে খুব উপকার হত । আর নিচের লিঙ্ক থেকে RAR ফাইলটা নামিয়ে আমার প্রবলেম এর Scrieen-Short টা দেখুন Please [only 200KB].
--> Google Drive : https://drive.google.com/file/d/0ByaJ12O3UDY2d05GUWl2TDIxXzg/edit?usp=sharing
--> ZippyShare    : http://www25.zippyshare.com/d/80599525/2745793/Screenshot.rar
আশা করি একটা না একটা ফল পাব, বিরক্ত করলাম । এর পর ও পোস্টটা পড়ে শেষ পর্যন্ত এসেছেন, এ জন্য আবার ও ধ... না, ধন্যবাদ দিয়ে ছোট করব না  । ভাল থাকবেন, আল-বিদা !

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।