আমাদের কথা খুঁজে নিন

   

বরং নতুন এই অভিজ্ঞতা আমারা জীবনে

আমাদের চারপাশের পরিবেশ প্রতিবেশ নিয়ে আমার লেখা জীবনান্দ দাশের অপ্রকাশিত একটি কবিতা void(1); বরং নতুন এই অভিজ্ঞতা আমার জীবনে; গাছে পখি দেখিয়াছি-আকাশে আপন মনে উড়ে যায়…… পায়রা তিতির পুকুরের শাকে ঘাসে বাঁধে কেউ নীড় কিন্তু তুমি : নরম ননীর মতো পাখা ঘাড় ভাঙা, মুখে রক্ত মাখা শেফালি বোঁটার মতো ফোঁটা ফোঁটা লাল আধ পোয়া রক্ত তুমি-কচি মেয়ে যেন লাল শাল পরে আছে-ঘুমাতেছে : আমার হৃদয় তোমার মায়ের মতো কাছে জেগে রয়। দেখা হলো অনেক রক্ত রৌদ্র কোলাহল; চারিদিকে অধোমুখে মানুষেরা শব বহন করে; আজকে শতাব্দীতে মৃত্যু প্রথম কথা। তবু এ সব মৃত অবশেষে ঘুমের ভিতরে জুড়োয় গিয়ে দূর পৃথিবীর ঘাস শিশিরে জলে; এরা নদী সূর্য প্রেমের দিন ফুরিয়ে ফেলে মাটি, তোমার নিজের মনের কথা হয়ে ধীরে তোমার কাছে ঘুরছে কেমন অজ্ঞান শরীরে। এখন খড়ে ভরে আছে দু-চার মাইল কামিনী ধানের ক্ষেত, ঘুঘুর ডাকে আদিম শান্তি আরো অনেক্ষণ, মিছরিগুঁড়ির মতন বৃষ্টি রোদ্দুরে উজ্জ্বল, আকাশে চাতক : ওর একরাশি আত্মীয়স্বজন; এ সব সাড়া ঐ মৃতদের ফুরিয়ে গেছে সবই; সময়ের এই কার্যকলাপ গভীর মনে হয়; জীবন ভালোবেসে হৃদয় বুঝেছে অনুপম মূল্য দিয়ে আসছে চুপে মৃত্যুর সময়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।