আমাদের কথা খুঁজে নিন

   

কে বলে সংখ্যালঘু আমি নিজ দেশে



কে বলে সংখ্যালঘু আমি নিজ দেশে
কে বানায় সংখ্যালঘু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ।
আমি সংখালঘু-
সংখ্যাগুরু তবে কে ?
সে আমার ভ্রাতা-ভগ্নী বাবা কাকা হয় যে ।

কে বলে হিন্দু মুসলিম
কে বলে খ্রীস্টান ?
এখানে জন্মিয়া আমি করিতেছি বাস ।
এখানে উদিত সূর্য আমাকে চেনে
দোয়েল শ্যামা বুলবুলি শালিক সবাই আমাকে জানে।

এখানে যত নদ-নদী বয়
প্রচণ্ড খরস্রোতেও পাড়ি দিতে করিনি কখনো ভয়।
আত্মার বন্ধনে মোরা
হিন্দু মুসলিম আর খ্রীস্টান
কে তুলে প্রাচীর কে করে ব্যবাধান ?

একই মাটির সূর্য সন্তান
তীতুমীর সূর্যসেন
একই মায়ের সন্তান মোরা
কেউ নয় যেনতেন ।

কে লাগায় সংখ্যালঘু-সংখ্যাগুরু বিবাদ
কলাপাতার পাতে আমরা
কেউ খাই শিরনী কেউ খেয়ে যাই প্রসাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।