আমাদের কথা খুঁজে নিন

   

'নূর হোসেন', 'জিহাদ' ও 'ডা. মিলন'- ক্যামনে আপনাগো নাম লই!

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।



'নূর হোসেন', 'জিহাদ' ও 'ডা. মিলন'- ক্যামনে আপনাগো নাম লই! দেশে এখন 'গণতন্ত্র' ও 'সংবিধান' রক্ষার উৎসব হচ্ছে। আপনাগো রক্ত দাগ মুইছা গেছে।

তাই আমরা এখন মজে আছি- এগিয়ে যাবে বাংলাদেশ।

পুরনো সব কিছু ভুলে থাকি- স্বৈরাচার আর রাজাকার সবই একই মেশিনে দিলে 'সংবিধান রক্ষার জন্য' মুক্তিযুদ্ধের চেতনা হইয়া বাইর হয়।

নূর হোসেন ভাই, গণতন্ত্রের একটা দারুণ মডেল আমরা বানাইছি। রাজনীতি বিজ্ঞানে রীতিমত কোর্স খুইলা পড়নের মতন। সামনে বিশ্ববাসির কাছে ইনডিয়ার মাইধ্যমে এই মডেল উপস্থাপন করার ইচ্ছা আছে। নরওয়ের ভাইজানেরা সম্ভব হইলে নোবেল পুরস্কারটা বিবেচনায় রাইখেন।




পুনশ্চ: এক এগারোর পরে ফৌজি মইনও একটা গণতন্ত্র থিওরি দিছিলো। এখন বেচারা আম্রিকায় হাওয়া খায়! আমরা 'গণতন্ত্র' ও 'সংবিধান'রক্ষায় একতরফা নির্বাচন করি, পেট্রোল বোমা বানাই আর যারে মন চায় ধইরা নিয়া উধাও কইরা দিই। তয় এখন এই সব বন্ধ হইলেই ভালা। ক্ষমতার মধু চাইট্টা খান কিন্তু গাল বাইয়া অন্যের গায়ে ফালায়া পিঁপড়া তুইলা কষ্ট দিয়েন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।