আমাদের কথা খুঁজে নিন

   

এটা নিউ বেনিফিশিয়াল ডেমোক্রেসি

প্রবীণ আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, জাতীয় পার্টি বিরোধী দল ও সরকারি দলে থাকছে। এটা হলো নিউ বেনিফিশিয়াল ডেমোক্রেসি (সুবিধাবাদী গণতন্ত্র)। গতকাল বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ব্যারিস্টার রফিক-উল হক।

তৃতীয়বারের মতো শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ প্রসঙ্গে রফিক-উল হক বলেন, শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী হচ্ছেন এটাই বড় কথা। রাজনীতি করে তো আর কারও পেট চলে না।

আশা করছি নতুন মন্ত্রীরা ভালো কিছু করবেন। সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন তো হয়ে গেছে। সরকার এখন কিছুদিন টিকে যাবে।

পরে যোগাযোগ করা হলে বিশিষ্ট এই আইনজীবী বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার ও বিরোধী দল দুটি স্বতন্ত্র উপাদান। একটি অপরটির পরিপূরক।

কিন্তু কোনোভাবেই এক নয়, এক হতেও পারে না। প্রচলিত রীতি অনুসারে গণতান্ত্রিক ব্যবস্থায় যে দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তারা সরকার গঠন করে। যারা কম আসন পায়, তারা থাকে বিরোধী দলে। এই দুইয়ের স্বতন্ত্র ভূমিকা শাসন ব্যবস্থায় ভারসাম্য রক্ষা করে। এ কারণে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার স্বেচ্ছাচারী হতে পারে না।

বিরোধী দল এতে বাধা দেয়। তিনি বলেন, একাধিক দল মিলেও সরকার গঠন করা যেতে পারে। কিন্তু সব দল মিলে নয়। কারণ, বিরোধী দল না থাকলে গণতন্ত্র কার্যকর হতে পারে না। যারা মন্ত্রিসভায় থাকবেন তারা সরকারের অংশ।

বিরোধী দল হিসেবে তাদের বিবেচনা করার বা ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। একইভাবে বিরোধী দল হিসেবে থাকলে সরকারে বা মন্ত্রিসভায় থাকা যায় না। এটা তো পরিষ্কার বিধান। গণতন্ত্রের মূল ভিত্তির অন্যতম হচ্ছে এই বিধান। অন্য কোনো দেশে সব দল মিলে গণতান্ত্রিক সরকার গঠনের নজির আছে বলে আমার জানা নেই।

থাকলে সেটাকে আমি গণতন্ত্র বলব না। সেটা হতে পারে পাগলামি। পাগলের দেশে সেটা হতে পারে। কিন্তু আমরা তেমন পাগল হইনি।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।