আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যালঘুকে কেমন রেখেছি গুরুরা

কিশোরী পূর্ণিমার কথা মনে পড়ে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০১-এ আমরা তাকে দেখতে গিয়েছিলাম প্রয়াত ওয়াহিদুল হকের (ওয়াহিদ ভাই) উদ্যোগে। পাকিস্তান পর্বেও সাম্প্রদায়িক হামলা রোধে প্রচণ্ড নৈতিক সাহসে ভর দিয়ে এগিয়ে এসেছিলেন ছোটখাটো দেহের এ অসাধারণ মানুষটি। বাসে যেতে যেতে ওয়াহিদ ভাইকে দুঃখ করে বলেছিলাম, ‘আপনারা আর কত করবেন? এখন তো তরুণদের দায়িত্ব বুঝে নেওয়ার কথা’। ওয়াহিদ ভাই বেঁচে থাকলে দেখে খুশি হতেন গণজাগরণ মঞ্চের তরুণরা যশোরের অভয়নগরে আক্রান্ত হিন্দুদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। রাজধানীর শাহবাগ চত্বরে এরা দাঁড়িয়ে গিয়েছিল একাত্তরের মানবতাবিরোধী অপরাধের যথাযথ বিচারের দাবিতে। দেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি এ থেকে মোটেও বিচ্ছিন্ন নয়। (পড়তে ক্লিক করুন)


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।