আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে বাড়ছে মুঠোফোন ও ইন্টারনেট ইউজার

বাংলাদেশে বেড়েই চলেছে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারকারী। শুধুমাত্র এপ্রিলেই মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১ কোটি ৩ লাখ ৩৪ হাজার। আর একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১২ লাখ ৪০ হাজারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। দেখা গেছে, এপ্রিল পর্যন্ত বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১২ লাখ ৫ হাজারে, মার্চে যে সংখ্যা ছিল ৯ কোটি ৯৮ লাখ ৭১ হাজার।

আর একই সময়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৪০ হাজারে, যা মার্চে ছিল ৩ কোটি ১৮ লাখ। বিটিআরসির পরিসংখ্যানে দেখা যায়, গ্রামীণফোন ৪ কোটি ২৩ লাখ ৭০ হাজার গ্রাহক নিয়ে মোবাইল কোম্পানিগুলোর মধ্যে প্রথমে রয়েছে। এক মাসে আগে তাদের গ্রাহক সংখ্যা ছিল ৪ কোটি ১৭ লাখ ৯০ হাজার। গ্রামীণফোনের পরের অবস্থান বাংলালিংকের। এপ্রিলে বেসরকারি এই মোবাইল অপারেটর কোম্পানির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৩ লাখ ১০ হাজারে।

গত মাসে এ সংখ্যা ছিল ২ কোটি ৫৯ লাখ ২০ হাজার। রবি এক্সিয়াটার গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ১৭ লাখ। এক মাস আগে তাদের গ্রাহক ছিল ২ কোটি ১৪ লাখ। আর এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৭০ লাখ ৪৭ হাজার থেকে বেড়ে ৭০ লাখ ৫৬ হাজার হয়েছে। অন্যদিকে সিটিসেলের গ্রাহক সংখ্যা আরো কমে গিয়ে ১৪ লাখ ৫০ হাজার থেকে ১৪ লাখ ৩০ হাজারে গিয়ে দাঁড়িয়েছে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত মোবাইল কোম্পানি টেলিটকেরও গ্রাহক সংখ্যা বেড়েছে। টেলিটকের গ্রাহক সংখ্যা গত মাসের ১৮ লাখ ৩০ হাজার থেকে বেড়ে ১৮ লাখ ৪০ হাজার হয়েছে। ওদিকে, মোট ইন্টারনেট ব্যবহারকারীদের ৩ কোটি ১৩ লাখ ৩০ হাজার ব্যবহারকারীই মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। মার্চে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ১ লাখ। অন্যদিকে দেশে স্থায়ী ইন্টারনেট ব্যবহারকারীর মোট সংখ্যা হলো ১২ লাখ ২০ হাজার।

আর এপ্রিলে ওয়াইম্যাক্স ইন্টারনেট ইউজারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯১ হাজার ২৩৮ জন। মার্চে এ সংখ্যা ছিল ৪ লাখ ৮১ হাজার ৫৫৯। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.