আমাদের কথা খুঁজে নিন

   

বেত এবং মাষ্টার সাহেব



স্কুল জীবনের সেই দিনগুলো কখনো ভূলার মতো নয়, আজো খুব বেশী মিস করি স্কুল জীবনের সেই দিনগুলিকে। বর্তমানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কতটা নিরাপদ একবার ভাবছেন? এখন আমাদের ছাত্রদের পড়া না শিখলেও স্কুলে আসতে ভয় করেনা, কারণ তারা জানে মাষ্টার সাহেবের বেত- ই নাই মারবে কিভাবে। যদি ভুল করে মারেনও তাহলে মাষ্টার সাহেব কে চৌদ্দ শিখের ভিতরে ঢুকা লাগতে পারে। তাই তারা নির্ভয়ে স্কুলে আসতে পারে। ভেবে দেখুন আমরা কতটা অনিরাপদ ছিলাম।

পড়া না শিখলেই হয়তো বেত, নয়তো কান ধরা। জীবনে পড়া লেখাই করতে পারলাম না বেতের ভয়ে। যেদিন পড়া শিখতাম না সেদিন হয়তো স্কুলেই আসি নাই, নাহলে আসলেও অই কাস ফাকি দিছি। তাই আজ পর্যন্ত সেই পড়াটা না শিখাই রয়ে গেল। স্কুল পালানের অভিজ্ঞতা কার কার আছে আওয়াজ দিয়েন।

আর মাইর খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।

বিঃ দ্রঃ অদূর ভবিষ্যতে আপনার সন্তানদের এই অভিজ্ঞতার কথা জানানো হবে না, তাই আপনি নিরাপদ থাকতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।